HIGHLIGHTS
Pan এবং Aadhaar কার্ড লিংক করার শেষ দিন এগিয়ে আসছে, আর মাত্র কটা দিন বাকি
31 মার্চ 2023 -এর মধ্যেই এই কাজ সেরে ফেলতে হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে
আপনি নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ না করলে আপনার প্যান আর কোনও কাজে লাগবে না, অকেজো হয়ে যাবে
Pan এবং Aadhaar Card লিংক করা ভীষণই জরুরি। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী 31 মার্চ, 2023 এর মধ্যে এই কাজ সম্পন্ন করে ফেলতে হবে। কেউ যদি প্যান এবং আধার কার্ড লিংক না করান তাহলে তাঁর প্যান আর কাজ করবে না বলে জানানো হয়েছে। সম্প্রতি ইনকাম ট্যাক্সের তরফে Pan কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করাকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়েছে। না করলে সেটা অকেজো হয়ে যাবে বলেও জানানো হয়েছে।
একটি সাম্প্রতিকতম বিজ্ঞপ্তিতে ভারত সরকারের তরফে জানানো হয়েছে যে এই কাজটা বাধ্যতামূলক। তাই ফেলে না রেখে আজই এটা সেরে ফেলুন। আইটি অ্যাক্টের আওতায় যে সমস্ত Pan হোল্ডাররা কর মুকুব স্তরে পড়েন না তাঁদের সবার Pan Card লিংক করাতেই হবে। নইলে 1 এপ্রিল 2023 সেটা সেটা ব্যবহারযোগ্য হয়ে যাবে। ফলে বোঝাই যাচ্ছে এই কাজ সারার শেষ তারিখ হচ্ছে 31 মার্চ, 2023।
এখন দেখুন Pan আর Aadhaar Card লিংক করার একাধিক উপায় আছে, কিন্তু সেগুলোর মধ্যে সব থেকে সহজ উপায় হল SMS এর মাধ্যমে লিংক করা। দেখে নিন সেটা কীভাবে করবেন।
Aadhaar এবং Pan কীভাবে লিংক করবেন SMS এর মাধ্যমে
- আপনার টেক্সট মেসেজ অ্যাপ যেটা আছে ফোনে সেটা খুলুন।
- এবার সেখানে একটি নতুন মেসেজ টাইপ করুন UIDPAN ফরম্যাটে।
- এটার জন্য আপনাকে UIDPAN লিখে একটা স্পেস দিয়ে আপনার বারো সংখ্যার আধার নম্বর দিতে হবে তারপর আবার একটা স্পেস দিয়ে দশ সংখ্যা প্যান নম্বর দিতে হবে।
- এবার এটিকে 567678 বা 56161 -এ পাঠাতে হবে।
- এই মেসেজ পাঠানোর পর আপনি একটি মেসেজ পেয়ে যাবেন যে আপনার আধার এবং প্যান কার্ড লিংক হয়ে গিয়েছে।
এই উপায়ে যদি কাজ না হয় তাহলে কী করবেন ভাবছেন?
- যদি SMS -এর মাধ্যমে আপনার কাজ না হয় তাহলে আপনি সোজাসুজি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে চলে যান। এটার জন্য আপনাকে incometaxindiaefiling.gov.in বা eportal.incometax.gov.in লিংকে যেতে হবে
- এবার এই ওয়েবসাইটে গিয়ে নিজেকে নথিভুক্ত করুন। মনে রাখবেন এক্ষেত্রে হয় আপনার প্যান নম্বর বা আধার নম্বর আপনার ইউজার আইডি হিসেবে থাকবে।
- এবার এই ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্মদিন দিয়ে পোর্টালে লগইন করুন।
- এবার একটা পপ আপ দেখতে পাবেন স্ক্রিনে সেখানে কুইক লিংক দেখাবে।
- এখানে দেখুন লিংক আধার অপশন পাবেন হোমপেজে।
- এবার আপনি আপনার Pan এবং Aadhaar নম্বর দিয়ে নিজের নাম দিয়ে দিন যেটা আপনার আধার কার্ডে দেওয়া আছে।
- এবার যদি আপনার আধার কার্ডে কেবল আপনার জন্মসাল থেকে থাকে তাহলে ওখানে যে চেক বক্স আছে সেখানে ক্লিক করে দিন।
- তারপরও ক্যাপচা দিয়ে ভেরিফাই করুন।
- এবার আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে আপনার আধার এবং প্যান সঠিক ভাবে লিংক করা হয়ে গেলে।
- মনে রাখবেন আপনার আধারে এক তথ্য আর প্যানে আরেক তথ্য থাকলে কিন্তু এই আবেদন না মঞ্জুর হবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে আপনার এই নথির তথ্য ঠিক করাতে হবে।