PAN-Aadhaar link status: PAN এর সাথে Aadhaar লিঙ্ক করানোর আজ শেষ দিন, জানুন আপনার PAN লিঙ্ক করানো আছে কি না

Updated on 31-Mar-2022
HIGHLIGHTS

PAN-এর সাথে Aadhaar লিঙ্ক করানোর ডেডলাইনের আজ 31 মার্চ, 2022 শেষ দিন

PAN ও Aadhaar লিঙ্ক করানো না থাকলে, সেই PAN নম্বর 31 মার্চ, 2023-এর পর থেকে অকার্যকর হয়ে যাবে

incometax.gov.in লিখে সার্চ করলেই পেয়ে যাবেন Income Tax-এর ওয়েবসাইটটি

ভারতের কেন্দ্রীয় সরকার, Income Tax Act 1961-এর 139AA সেকশন অনুযায়ী, দেশের প্রতিটি নাগরিকের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN)-এর সাথে আধার নম্বর (Aadhaar) লিঙ্ক করানো বাধ্যতামূলক করেছে। PAN-এর সাথে Aadhaar লিঙ্ক করানোর ডেডলাইনের আজ 31 মার্চ, 2022 শেষ দিন। কেন্দ্রীয় সরকারের দেওয়া এই নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো ব্যক্তির PAN ও Aadhaar লিঙ্ক করানো না থাকলে, সেই ব্যক্তির PAN নম্বর 31 মার্চ, 2023-এর পর থেকে অকার্যকর হয়ে যাবে।

ভারতীয় সরকার কিছু অতিরিক্ত সময় দেশের নাগরিকদের দিচ্ছে, যাতে তারা PAN এবং Aadhaar লিঙ্ক করিয়ে নিতে পারে এবং সেই PAN ব্যবহার করে লেনদেন করতে পারে, ITR ভরতে পারে। যদিও, এর জন্য দেশের নাগরিকদের দিতে হবে জরিমানা (late fee)।

CBDT এর রিপোর্ট অনুযায়ী, যেসকল গ্রাহক আগামী 3 মাসের মধ্যে PAN ও Aadhaar লিঙ্ক করাবে তাদের দিতে হবে 500 টাকা জরিমানা। কোনো ব্যক্তি যদি এই তিন মাসেও লিঙ্ক না করান এবং এই তিন মাস পেরিয়ে যাওয়ার পর লিঙ্ক করান তার PAN এবং Aadhaar, তাহলে সেই ব্যক্তিকে দিতে হবে 1,000 টাকা।

PAN নম্বর এবং Aadhaar নম্বর লিঙ্ক করানোর সরকারি নির্দেশিকাটি নতুন নয়। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে অনেকবার ডেডলাইন বাড়ানো হয়েছে কোভিড প্যান্ডেমিকের কারণে।

আপনি আপনার PAN নম্বরটি আপনার Aadhaar নম্বরের সাথে লিঙ্ক করিয়েছিলেন তো? যদি ভুলে গিয়ে থাকেন, চিন্তা করবেন না। আপনাদের PAN এবং Aadhaar নম্বর লিঙ্ক করানো আছে কিনা তা জানার খুব সহজ পদ্ধতিটি আমরা এখানে জানালাম, শেষ পর্যন্ত প্রত্যেকটি স্টেপ ফলো করে দেখে নিন আপনার PAN এবং Aadhaar লিঙ্ক আছে কি না।

PAN-Aadhaar লিঙ্ক স্ট্যাটাস দেখার পদ্ধতি

  • প্রথমে আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটারে Income Tax এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলুন। আপনি incometax.gov.in লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ওয়েবসাইটটি।
  • ওয়েবসাইটটি আপনার স্ক্রিনে খুলে গেলে, Quick Links সেকশনে 'Link Aadhaar status' অপশনে ক্লিক করুন।
  • এরপর যে পেজটি আপনাকে দেখাবে, সেখানে নিজের PAN এবং Aadhaar নম্বর সঠিক বক্সে লিখুন।
  • এরপর 'View Link Aadhaar Status' বাটনে ক্লিক করুন।
  • এরপর একটি পপ আপ দেখাবে, যেখানে আপনার বর্তমান PAN এর স্ট্যাটাস দেখিয়ে দেবে।

এই পদ্ধতিতেই আপনি খুব সহজে আপনার PAN-Aadhar লিঙ্ক স্ট্যাটাস জেনে যাবেন।

Connect On :