ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) ভারতীয়দের 10 বছর পুরানো আধার কার্ড আপডেট করার কথা বলেছে। বিনামূল্যে Update Aadhaar Card করার শেষ তারিখ 14 মার্চ 2023 ছিল তবে কয়েক মাসে এই তারিখ আগে বাড়িয়ে দেওয়া হয়ে। নতুন তারিখ হিসেবে এটি 14 March 2024 করা হয়েছিল।
হাতে আর মাত্র 2 দিন বাকি। যারা 10 বছর থেকে আধার কার্ড আপডেট করাননি, তারা শীঘ্রই এই কাজ করিয়ে নিন। বলে দি যে আধার কেন্দ্র এবং অনলাইনে দুটি জায়গায় আধার আপডেটে 50 টাকা খরচ করতে হয়ে। তবে এখন UIDAI গ্রাহকদের 14 মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সুযোগ দিচ্ছে।
আরও পড়ুন: Upcoming Smartphone: হাতের ইশারায় চলবে আপকামিং Realme Narzo 70 Pro 5G, ভারতে এই দিন হবে লঞ্চ
আধার কার্ড আপডেট করতে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এখানে আপনাকে আধার কার্ড নম্বর এবং OTP দিতে হবে।
এবার আপনাকে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে এবং ভেরিফাই সেলেক্ট করতে হবে।
এর পরে আপনাকে ড্রপ লিস্টে আইডি-প্রুফ এবং এড্রেস প্রুফের একটি কপি স্ক্যান করে আপলোড করতে হবে।
এবার সাবমিট করার পর রিকওয়েস্ট নম্বর পাওয়া যাবে।
আপনি রিকওয়েস্ট নম্বর দিয়ে আধার আপডেট স্টেটস চেক করতে পারবেন।
কিছু দিনের মধ্যেই আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে।
আরও পড়ুন: Smartphone Price Cut: 6000mAh ব্যাটারি এবং 8GB RAM, বাজেট Moto ফোন হল আরও সস্তা, জানুন নতুন দাম কত