ফোনের পাসওয়ার্ড ভুলে গেছেন? জানুন কীভাবে খুলবেন

Updated on 07-Dec-2016
HIGHLIGHTS

ফোনের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কী করবেন জেনে নিন এখানে.

প্রায় প্রত্যেকেই ফোন সিক্রেট পাসওয়ার্ড দিয়ে লক করে রাখেন। এতে ফোনের সমস্ত তথ্য সুরক্ষিত থাকে। কিন্তু একবার যদি ভুল করেও পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে মারাত্মক সমস্যা। এই সমস্ত সমস্যা থেকে বাঁচতে এখন প্রচুর মানুষ নম্বর দিয়ে পাসওয়ার্ডের পরিবর্তে প্যাটার্ন লক করে রাখেন।

আরও দেখুন : ডিসেম্বরের পর কোন ফোনগুলোয় বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ? দেখে নিন…

কিন্তু যদি কখনও ফোনের পাসওয়ার্ড ভুলে যান তাহলে কী করবেন জেনে নিন- প্রথমে ফোনের স্মার্টফোনটি সুইচ অফ করুন। এরপর ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন একসঙ্গে প্রেস করুন। এবার wipe data/factory reset বাটন প্রেস করুন। এবং yes প্রেস করুন।

তবে মনে রাখবেন, এই অপশন সিলেক্ট করা মাত্র আপনার ফোনের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। এবার আপনি নিজের ইচ্ছেমতো ফোন আনলক করতে পারবেন। এবার নিজের ইচ্ছে মতো প্যাটার্ন লক দিয়ে ফোনকে সুরক্ষিত রাখুন।

আরও দেখুন : LG V20 স্মার্টফোন ভারতে চালু, দাম Rs. 54,999

আরও দেখুন : হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড এর জন্য যুক্ত হল আকর্ষণীয় দুটি নতুন ফিচার

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :