পুরনো এসিতেই ঘর ঠাণ্ডা করুন, গরমের আগেই সেরে ফেলুন এই কাজ

পুরনো এসিতেই ঘর ঠাণ্ডা করুন, গরমের আগেই সেরে ফেলুন এই কাজ
HIGHLIGHTS

আপনার বাড়ির এসিটার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে বদলে পাল্টাবে ভাবছেন? না পাল্টিয়ে সেটাকে বরং সরিয়ে নিন

এখন আর এসি রিপেয়ার বা সার্ভিসিং করার জন্য লোক ডাকতে হবে না, নিজেই করুন এই কাজ

ভিতরের ধুলো, ময়লা পরিষ্কার করে নিন, কীভাবে করবেন রইল টিপস

বসন্তেই সূর্যদেব তাঁর তেজ দেখাতে শুরু করে দিয়েছেন। এখনই বেশ ভাল রকম গরম পড়ে গিয়েছে। গ্রীষ্ম তো আসেইনি। তবে মাসে ফুরোলেই বৈশাখ। আর তখনই দেখা যাবে সূর্যের আসল তেজ। চাঁদি ফাটানো গরম পড়বে। তখন দুদণ্ড শান্তি পাওয়ার জন্য এসির শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। তাই বেশি গরম পড়ার আগেই বাড়ির এসি সরিয়ে নিন। যদি নতুন এসি কিনে থাকবেন ভাবেন তাহলে আলাদা কথা। আর যদি পুরনো এসি দিয়েই ঘর ঠাণ্ডা করতে চান তাহলে সেটাকে আগে যত্ন নেওয়া প্রয়োজন। কারণ গোটা শীতে এটির ব্যবহার না হওয়ার দরুন এতে ময়লা পড়েছে। আর ঠাণ্ডা পেতে গেলে আগে ধুলো সরানো আবশ্যক। 

মার্চের মাঝামাঝি যে ভীষণ গরম পড়েছে, দুপুরে বাইরে ছাতা ছাড়া বেরোলেই  সূর্যের তেজ হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। সেখানে এখনও গোটা গরমকাল বাকি। ফলে তাপমাত্রা যে আরও বেশ অনেকটাই বাড়বে সেটা বলাই বাহুল্য। তখন গরম হাত থেকে আপনাকে একমাত্র মুক্তি দিতে পারে এসি। এখনই অবশ্য অনেক বাড়িতে, অফিসে এসির ব্যবহার শুরু হয়ে গিয়েছে। কিন্তু এতদিন পর এসি চালাতে গিয়ে অনেকেই যে সমস্যায় পড়ছেন সেটা হল ঘর ঠাণ্ডা হচ্ছে না। অর্থাৎ ধুলো পড়েছে। এখন উপায়? নতুন এসি কেনা? বিলকুল নেহি। বরং পুরনো এসি দিয়েই করুন বাজিমাত। দেখুন কীভাবে পুরনো এসিকে চাঙ্গা করে তুলবেন। রইল সহজ কিছু টোটকা। 

লোক ডেকে নয়। বাড়ি বসেই করে ফেলুন এসির সার্ভিসিং। এটার জন্য দেখুন আপনাকে কী কী করতে হবে। 

1. সবার আগে এসির মেইন সুইচ অফ করে দিন। সঙ্গে প্লাগটি সকেট থেকে খুলে ফেলুন। এবার একটা কাগজ বা তোয়ালে বিছিয়ে নিন। নইলে এসিতে জমে থাকা ধুলো পরিষ্কার করতে গিয়ে ঘর নোংরা হতে পারে। 

2. এবার এসিটি খুলতে হবে। এটার জন্য সবার আগে খুলুন এসির ইনডোর ইউনিট। দেখুন সাইডে ক্লিপ আছে। সেটাকে খেয়াল রেখে খুলে ফেলুন।

3. এবার দেখুন দুটো ফিল্টার লাগানো আছে সেখানে। এই দুটোকে সতর্কভাবে খুলুন। প্রয়োজনে একটু উঁচু করে বের করে আনুন সেগুলোকে। 

4. এবার এই ফিল্টার দুটোর সঙ্গে কলিং কয়েল যেটা আছে ওটাকে পরিষ্কার করতে হবে। আপনি দেখতেই পাবেন যে সেখানে ময়লা জমে সেগুলো পুরো কালো হয়ে আছে। এবার এই ফিল্টারগুলোকে বাথরুমে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। জল দিয়ে ধুলেই সব ময়লা বেরিয়ে যাবে। 

Ac Cleaning Techniques

5. এসির কলিং কয়েলে ময়লা জমলে ঘর ঠাণ্ডা হতে চায় না। তাই এটাকেও পরিষ্কার করা প্রয়োজন। এটার জন্য একটা টুথব্রাশ দিয়ে সেটাকে ভালো করে পরিষ্কার করুন যাতে জমে থাকা সব ময়লা বেরিয়ে যায়। এবার কলিং কয়েল শুকিয়ে নিন। 

6. এবার যে দুটো পার্ট পরিষ্কার করলেন, অর্থাৎ কুলিং কয়েল এবং ফিল্টার সেই দুটোকেই শুকিয়ে নিন। সেগুলো শুকিয়ে গেলে আবার আগের জায়গায় লাগিয়ে দিন। দিয়ে ফ্ল্যাপ বন্ধ করুন। 

7. এবার এসি চালিয়ে দেখুন একদম ঠাণ্ডা বাতাসে ঘর ভরে যাচ্ছেন নিমেষেই ঠাণ্ডা হচ্ছে ঘর।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo