আপনি যদি ভারতীয় হন তাহলে আপনার সব থেকে জরুরি দুটি নথি হল Aadhaar এবং Pan Card। আমাদের Pan Card- এর 10 সংখ্যার কোডটি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে ইস্যু করা হয়ে থাকে। এটির সাহায্যে আমাদের সমস্ত লেনদেন ট্র্যাক করা হয়। এটা যে কেবল ট্যাক্স সম্পর্কিত বিষয়ের জন্য জরুরি এমনটা নয়। এটা যে কোনও বড় মূল্যের কেনাকাটা, ব্যাংক অ্যাকাউন্ট, ইত্যাদির জন্য জরুরি। অন্যদিকে Aadhaar Card হল একটি 12 সংখ্যার কোড যা ভারতীয়দের চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখন কেন্দ্রীয় সরকারের তরফে এই Pan কার্ডের কোনও বদল করা অনেক সহজ করে দিয়েছে। বৈধ Aadhaar Card থাকলে সেটার সাহায্যে Pan কার্ডের ঠিকানা বদল বা আপডেট করা যাবে।
এটার জন্য আপনাকে সবার আগে UTI Infrastructure Technology and Service Limited- এর যে পোর্টাল আছে সেখানে যেতে হবে।
এবার আপনার Pan নম্বর, Aadhaar নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে দিন।
এবার এই তথ্যগুলো দেওয়া হয়ে গেলে Aadhaar E-KYC অ্যাড্রেস আপডেট অপশনে ক্লিক করুন।
এবার ক্যাপচা দিয়ে দিন। এবং যা টার্ম অ্যান্ড কন্ডিশন বলছে সেটা মেনে নিন।
এবার সাবমিট অপশনে ক্লিক করুন।
এবার দেখুন আপনার ফোনে একটি OTP চলে আসবে। বা ইমেলে আসবে। সেই OTP দিয়ে দিন।
এবার যেই আপনি সেই OTP দিয়ে দেবেন অমনি আপনার Pan কার্ডের ঠিকানা Aadhaar Card- এ থাকা ঠিকানার সঙ্গে আপডেট হয়ে যাবে। এরপর আপনি এই সংক্রান্ত একটি ইমেল বা মেসেজ পেয়ে যাবেন।
মনে রাখবেন 31 মার্চের মধ্যে Pan Card -এর সঙ্গে Aadhaar কার্ড লিঙ্ক করতে হবে, নইলেই 1,000 টাকা ফাইন দিতে হবে। শুধু তাই নয় করতে হবে Aadhaar কার্ড আপডেটও। এই সংক্রান্ত যা যা বাকি আছে এই বেলা সেরে নিন!