কম্পিউটার হটস্পট থেকে কি করে মোবাইলে ইন্টারনেট চালাবেন
By
Digit Bangla |
Updated on 17-Sep-2019
HIGHLIGHTS
আপনারা কি জানেন যে কম্পিউটারের ইন্টারনেট হটস্পটের মাধ্যমে ফোনে ব্যাবহার করা যায়
আপনারা কি কম্পিউটারকে হটস্পট বানানোর কথা ভাবেন? হ্যাঁ আপনাদের কম্পিউটার কে হটস্পট করে মোবাইল ফোনে ইন্টারনেট চালানো যাবে। আর আমরা আজকে এখানে আপনাদের যে উপায় জানাবো তার জন্য আপনাদের কাছে ইউন্ডোজ 10 ল্যাপটপ থাকা দরকার।
কি করে কম্পিউটার পিসি ইন্টারনেট মোবাইলে কানেক্ট করবেন
- প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইউন্ডোজ 10 সেটিংসে যান আর এবার আপনারা বাঁ দিকের কর্নারে দেওয়া উইন্ডো লোগোতে ক্লিক করুন আর এখাএন সেটিংসে যান।
- আর পরের স্টেপে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশান বাছুন
- এখানে মোবাইল হটসপ্ট অপশানে ক্লিক করুন
- এবার এখানে মোবাইল হটস্পট অন করুন
- আর পরের স্টেপে আপনারা শেয়ার মাই ইন্টারনেট কানেকশান ওভার অপশান দেখা যাবে আর তাতে Wi-Fi অপশান বাছুন
- এবার কম্পিউটারে ওয়াই ফাই হটস্পট অন করে নিজের ফোনের ইন্টারনেটে কানেক্ট করুন