2019 য়ের লোকসভাব ভোটে ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা এভাবে জানুন

Updated on 09-Apr-2019
HIGHLIGHTS

ন্যাশানাল ভোটার সার্ভিস পোর্টাল https://www.nvsp.in য়ে জান

অনলাইনে এই ডিটেল দেখতে পারবেন

নির্বাচন কমিশান একটি অ্যালোকেটার রোল আউট করেছে

সামনেই লোকসভা নির্বাচন সারা দেশের মানুষ নিজেদের পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে নির্বাচন করার সময় এসে গেছে। এই বারের ভোট দেশে 11 এপ্রিল থেকে শুরু হয়ে সাত দফায় শেষ হবে। আর এবার এই সাতদফার প্রতিদফাতেই পশ্চিম বঙ্গে ভোট হবে। আর আমরা জানি যে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশান ভোটার তালিকা করে আর ভোটার কার্ড দেয়।

নিজের সাংবিধানিক অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন কিনা তা আপনি ভোটার তালিকা দেখেই জানতে পারবেন। আর আজকে আমরা আপনাদের একি অ্যানালেটিকের কথা বলব যার মাধ্যমে আপনারা এই বিষয়ে জানতে পারবেন।

আপনি অনলাইনে গিয়ে দেখতে পারবনে যে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা। নির্বাচন কমিশান এবার 31 জানুয়ারিই এই অ্যালোকেটার রোল পাব্লিশ করেছে।

একটি সহজ উপায় দেখতে পারবনে যে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা

  • প্রথমে ন্যাশানাল ভোটার সার্ভিস পোর্টাল https://www.nvsp.in য়ে জান
  • স্ক্রিনের ওপরে বাঁ দিকে “সার্চ ইউর নেম ইন অ্যালোকেটার রোল” অপশানে ক্লিক করুন।
  • এখানে দুটি অপশান দেখতে পারবেন, প্রথমে EPIC নাম্বারের মাধ্যমে সার্চ করতে পারবেন আর অন্যটি ডিটেলসে সার্চ করতে পারবেন। EPIC নাম্বার দিয়ে চার্জ করতে হলে এই নাম্বার ভোটার কার্ডের ওপরে লেখা থাকে।
  • নিজের ডিটেল দিয়ে সার্চ বটনে ক্লিক করুন। বটমে সার্জ রেজল্টে ডিটেল দেখতে পাবেন।
  • যদি এই পেজে আপনার ডিটেলস রেজাল্ট না থেকে পারনে তবে বুঝতে হবে যে নাম রোল অ্যালোকেটারে নেই।
  • নিজের নাম “সার্চ বার ডিটেল” অপশানে গিয়েও করতে পারেন যদি আপনার নাম, বয়য়স, ডেট অফ বার্থ, জেন্ডার, স্টেট ইত্যাদি তথ্যে দিয়ে দেখতে পারবেন যে আপনার নাম ভোটার লিস্টে আছে কিনা।

যদি সব ডিটেল দেওয়ার পরে আপনার নাম এখানে  আসে তবে আপনি ভোট দিতে পারবেন তবে নাম না এলে আপনাকে নিজের ভোটার কার্ড নিয়ে রেজিস্টার বা অ্যাপ্লাই করতে হবে।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :