এভাবে নিজের আধার কার্ড আর রেশান কার্ড লিঙ্ক করুন
By
Aparajita Maitra |
Updated on 27-Sep-2019
HIGHLIGHTS
অনলাইনে এই কাজ করা যাবে
আপনারা SMS য়ের মাধ্যমেও এই কাজ করতে পারবেন
আবার অফলাইনে রেশান শপে গিয়েও লিঙ্ক করাতে পারবেন
ভারতে বেশ কিছু কার্ড আছে মানে ভারতীয় নাগরিকদের বেশ কিছু কার্ড আছে যা তাদের বেশ কিছু সুবিধা দেয়। এর মধ্যে অন্যতম হল রেশান কার্ড আর আধার কার্ড। আর এই সময়ে ভারত সরকারের তরফে সমস্ত ডাটা এক সাথে করা ও কিছু সুবিধা দেওয়ার জন্য রেশান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি করন প্রক্রিয়া চলছে। এটি মুলত রেশান কার্ডের ডিজিটাইজেশানেরই একটি প্রক্রিয়া। আর আপনারা এই কাজ অনালাইন আর অফলাইন দু ক্ষেত্রেই করতে পারবেন। এখানে আমরা আজকে আপনাদের জানাব যে কি করে এই সংযুক্তি করন প্রক্রিয়া করা যাবে।
আধার আর রেশান কার্ড লিঙ্কের সুবিধা
রেশান কার্ড একটি নাগরিক প্রমানপত্র আর এটি বাড়ির বিভিন্ন দরকারি খাদ্য দ্রব্য ও অন্যান্য জিনিস রেশান শপ থেকে কম দামে কিনতে সাহায্য করে। আর এই লিঙ্কিংয়ের মুল ইস্যু এই যে যাতে একাধিক বা ডুব্লিকেট কার্ড না হয়।
দরকারি ডকুমেন্ট
- আপনাদের এর জন্য এই সব ডকুমেন্ট দরকার হবে
- আপনার ও বাড়ির সবার আধার কার্ডের কপি আর ভেরিয়ফিকেশানের জন্য আসল কার্ডটি
- রেশান কার্ড ও তার কপি
- ব্যাঙ্ক পাসবুকের কপি( যদি ব্যাঙ্কের সঙ্গে আধার যুক্ত না থাকে)
- পাসপোর্ট সাইজ ছবি
আধার কার্ড আর রেশান কার্ড এভাবে অনলাইনে লিঙ্ক করুন
- এর জন্য প্রথমে আপনাদের আধারের জন্য UIDAI য়ের ওয়েবসাইটে যেতে হবে
- এবার এখানে আপনাদের ব্যাক্তিগত তথ্য দিতে হবে আর এখানে যে OTP আসবে তা দিতে হবে
- আর এবার আপনারা আধার সেন্ডিং অ্যাপ্লিকেশান পেজে যেতে পারবেন আর এখানে স্টার্ট নাও বটনে ক্লিক করুন
- আএবার এখানে ব্যাক্তিগত তথ্য দিন আর এখানে বেনিফিট টাপ অপশান মেনুতে রেশান কার্ডে ক্লিক করুন
- আর এবার এখানে সব ডিটেল দেওয়ার পরে সাবমিট বটনে ক্লিক করুন
- এবার আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP পাবেন, যা এখানে আপনাদের দিতে হবে
- আর এবার এখানে এটি সফল ভাবে ভেরিফাই হওয়ার পরে আপনি দেখবেন যে আপনার আধার কার্ড আপনার রেশান কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে
অফলাইন প্রক্রিয়া
- আপনারা যদি অফলাইনে আপনাদের আধার কার্ড আর রেশান কার্ড লিঙ্ক ক্রাতে চান তবে আপনাদের এই স্টেপ ফলো করতে হবে।
- প্রথমে আপনাদের আপনাদের কাছে PDS সেন্টার বা রেশান সেন্টারে যেতে হবে
- আর এখানে আপনারা আপনাদের সেই সব ডকুমেন্ট দেবেন যা আপনাদের অনলাইনে লিঙ্কিংয়ের জন্য দেওয়া হবে। এগুলি আপনাদের পাব্লিক ডিস্ট্রিক শপ (PDS) বা রেশান শপে দিতে হবে।
- এখানে আপনারা যে সব ডকুমেন্ট জমা দিলেন তা ডিপার্টমেন্ট রিসিভ করলে আপনারা একটি কনফার্ম মেল বা SMS পাবেন। বা দুটিই পাবেন।
- আর অথারিটি সফল ভাবে ভেরিফিকেশান করলে আপনার সব ডকুমেন্ট সাবমিট হলে এবার আপনারা রেশান কার্ড আর আধার কার্ডের সফল লিঙ্কের নোটিফিকেশান পাবেন।
এভাবে SMS য়ের মাধ্যমে আপনারা আধার আর রেশান কার্ড লিঙ্ক করতে পারবেন
- এবার এখানে আমরা আপনাদের জানাব যে কি করে আপনারা আধার কার্ডের সঙ্গে রেশান কার্ড লিঙ্ক করাতে পারবেন।
- প্রথমে আপনাদের থেকে “UID SEED টাইপ করতে হবে আর এখানে <State Short Code> <Scheme/Program Short Code> <Scheme/Program ID> <Aadhaar Number>” এগুলি দিতে হবে আর এবার এটি 51969 নাম্বারে পাঠাতে হবে। উধারন স্বরূপ UID SEED MH POSC 9876543 123478789012।
- আর এবার আপনারা এই সব কিছু রিসিভ করার নোটিফিকেশান পাবেন আর সফল ভাবে লিঙ্ক হলে তাও আপনারা নোটিফিকেশানের মাধ্যমে জেনে যাবেন।