HIGHLIGHTS
Android 10 ও তার ওপরের ভার্সনগুলিতে ওয়াইফাই পাসওয়ার্ড অটোমেটিকভাবে সেভ হয়ে যায়
আপনার Smartphone-এ সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড যে কোন সময়ে দেখতে পারেন
অনেক ক্ষেত্রে ওয়াইফাই পাসওয়ার্ডের (WiFi Password) প্রয়োজন পড়ে
অনেকসময়ে এমন হয় যে আমরা আমাদের মোবাইলের ওয়াইফাই পাসওয়ার্ড (WiFi Password) ভুলে যাই। অনেকক্ষেত্রেই তা নোট করা থাকে না। অ্যান্ড্রয়েড মোবাইলে WiFi পাসওয়ার্ডের দরকার পড়ে, অন্য কোনো ইন্টারনেট নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে গেলে অথবা অন্য কোনো নেটওয়ার্কে ডেটা শেয়ার করতে হলে। এছাড়াও আরও অনেক ক্ষেত্রে ওয়াইফাই পাসওয়ার্ডের (WiFi Password) প্রয়োজন পড়ে। ভুলে গেলে দেখা দিতে পারে বড় সমস্যা।
Android 10 ও তার ওপরের ভার্সনগুলিতে ওয়াইফাই পাসওয়ার্ড অটোমেটিকভাবে সেভ হয়ে যায়, কোনোরকম রুটেড ডিভাইস ছাড়াই। ফলে আপনি আপনার সেভ হয়ে যাওয়া ওয়াইফাই পাসওয়ার্ড যে কোন সময়ে দেখতে পারেন। আসুন দেখে নেওয়া যাক Android 11 ডিভাইসে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড চেক করবেন-
- Android 10 ও তার ওপরের ভার্সনগুলিতে ওয়াইফাই পাসওয়ার্ড চেক করতে হলে প্রথমে আপনাকে মোবাইলের সেটিংস অপশনে যেতে হবে।
- এরপর Network & internet সার্চ করে WiFi অপশনে ট্যাপ করতে হবে।
- এরফলে একটি লিস্ট ওপেন হবে, যেখানে আপনি নিজের কারেন্ট ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পাবেন।
- এরপর প্রয়োজনীয় অপশন সিলেক্ট করুন।
- তারপর শেয়ার অপশন সিলেক্ট করুন।
- নিজের ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড বা ফেসলক দিয়ে কনফার্ম করুন।
- এরফলে আপনি কিউআর কোডের নীচে নিজের ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পাবেন।
Android 9 বা তার নীচের ভার্সনে কিভাবে WiFi Password চেক করবেন-
আপনি যদি এখনও Android 9 বা তার নীচের ভার্সন ব্যবহার করে থাকেন তবে এমন নয় যে আপনি আপনার মোবাইলে সেভ হওয়া ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পাবেন না। তবে কিছু জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে-
- আপনার ডিভাইসকে অবশ্যই রুটেড থাকতে হবে।
- কেননা এই সমস্ত ভার্সনে যে ফাইলটি সেভ থাকা ওয়াইফাইয়ের সমস্ত ক্রেডেনশিয়াল ধরে রাখে, তা মোবাইলের স্টোরেজে অত্যন্ত প্রটেকটেড অবস্থায় থাকে। যে কারণে ডিভাইস রুটেড না হলে সেই সিকিওর ফাইল খুলবে না।
- ডিভাইস রুটেড থাকলে রুট ব্রাউজিং সাপোর্ট করে এমন ফাইল এক্সপ্লোরার অ্যাপের মাধ্যমে /data/misc/wifi ব্রাউজ করতে হবে।
- এরপর wpa_supplicant.conf ওপেন করতে হবে, যার ফলে আপনি নিজের ওয়াইফাই নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড দেখতে পাবেন।
- প্রয়োজনে বিভিন্ন Android WiFi Password Viewer অ্যাপ ব্যবহার করতে পারেন।
দুটি ক্ষেত্রেই একটি বিষয় মনে রাখা দরকার যে একেকটি ফোনের সেটিংস একেকরকম হয়। সেক্ষেত্রে ডিভাইসের ওপর সেভ পাসওয়ার্ড চেক করার বিষয়টি নির্ভর করে।