Google Photos অ্যাপের লকড ফোল্ডার কীভাবে করবেন ব্যবহার, জেনে নিন
Google Photos অ্যাপ নিয়ে এসেছে সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য লকড ফোল্ডার (Locked Folder) ফিচার
পাসওয়ার্ডের মাধ্যমে অন্য ফোল্ডারে লুকিয়ে রাখা যাবে প্রাইভেট ফটোকে
মিনিটের মধ্যে করা যাবে আন – হাইড
সম্প্রতি Google Photos অ্যাপে ইউজারদের জন্য নিয়ে আসা হয়েছে লকড ফোল্ডার (Locked Folder) ফিচার। এতদিন ধরে Pixel গ্রাহকেরা এই স্মার্টফোনগুলিকে ব্যবহার করতে পারতেন। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলির জন্য যে এই ফিচার নিয়ে আসা হবে তা অক্টোবরেই ঘোষণা করা হয়েছিল গুগলের তরফে। জানা গিয়েছে যে 2022 সালে আইফোন মডেলগুলির জন্যেও এই ফিচার নিয়ে আসা হবে।
ইউজারেরা যদি কোনো ফটোকে অন্যদের থেকে হাইড করতে চান তবে লকড ফোল্ডার (Locked Folder) ফিচার হতে পারে সেফ অপশন। এই ফোল্ডারে কোনো ফটো রাখলে তা Google Photos অ্যাপের গ্রিডে দেখা যাবে না। স্পেসিফিক ফোল্ডারে পাসওয়ার্ড ইনপুট করে ওপেন করলেই লুকিয়ে রাখা ফটোগুলি দেখা যাবে।
কীভাবে লকড ফোল্ডার (Locked Folder) ফিচার ব্যবহার করবেন-
• ফোনের Google Photos অ্যাপে গিয়ে “Library Utilities” অপশনটি ওপেন করতে হবে।
• তারপর সেটআপ লকড ফোল্ডার অপশনটি সিলেক্ট করে নিতে হবে।
• এরপর লকড ফোল্ডারের সমস্ত ফিচার স্ক্রিনে শো করবে।
• সেখান থেকে Setup Locked Folder অপশনে ট্যাপ করতে হবে।
• এরপর পাসওয়ার্ড বা পিন সেট করার অপশন দেখা যাবে। ইউজার চাইলে ফিঙ্গার প্রিন্ট বা ফেস আনলক ফিচারকেও আনলক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারেন।
• ফোল্ডার আনলক করার পাসওয়ার্ড কনফার্ম হয়ে গেলেই লকড ফোল্ডার (Locked Folder) ফিচারের সেটআপ হয়ে যাবে।
কীভাবে কোনো ফটোকে লকড ফোল্ডারে (Locked Folder) মুভ করবেন-
• কোনো ফটো বা ভিডিওকে লকড ফোল্ডারে (Locked Folder) মুভ করতে হলে সবার আগে Move items অপশন থেকে ফটো এবং ভিডিওগুলিকে সিলেক্ট করতে হবে।
• এরপর মুভ অপশনে ট্যাপ করলেই সমস্ত ফটো লকড ফোল্ডারে (Locked Folder) ট্রান্সফার হয়ে যাবে।
এক্ষেত্রে মনে রাখতে হবে যে-
লকড ফোল্ডারে (Locked Folder) থাকা কোনো ফাইলের ব্যাকআপ হবে না। ইউজার Google Photos অ্যাপের এই ফোল্ডারের কোনো লিঙ্ক অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন না। তবে ইউজার চাইলে খুব সহজেই লকড ফোল্ডার থেকে কোনো ফটো বা ভিডিওকে মেইন গ্রিডে ফিরিয়ে আনতে পারবেন।