আপনি কী স্প্যাম কল নিয়ে বিরক্ত হচ্ছেন? এই একটি সেটিংয়ে ব্লক হয় যাবে সমস্ত ফালতু কল

আপনি কী স্প্যাম কল নিয়ে বিরক্ত হচ্ছেন? এই একটি সেটিংয়ে ব্লক হয় যাবে সমস্ত ফালতু কল
HIGHLIGHTS

স্প্যাম কল থেকে বাঁচার জন্য Google দুটি ফিচার অফার করে অ্যান্ড্রয়েড ইউজারদের

এই ফিচার দুটি অ্যান্ড্রয়েড ফোনে অন থাকে, কিন্তু চাইলে ফোন ব্যবহারকারীরা এটিকে বন্ধ করে দিতে পারেন

কীভাবে কলার আইডি এবং স্প্যাম প্রটেকশন ফিচার এবং ব্লক স্প্যাম কল অন করবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

How to Stop Spam Calls: অনেক সময় আপনি খুব গুরুত্বপূর্ণ কাজ করছেন, আর তখনই আপনার ফোনে রিং হয়, কিন্তু আপনি যখন এই কলটি তোলেন, দেখেন যে এটি একটি  স্প্যাম কল। কখনও কখনও এই কলগুলি এতটাই বিরক্ত করে যে ফোনটি বন্ধ করে দেওয়া মন হয়। আপনার সাথেও যদি এমন হয়ে থাকে, তবে আর চিন্তা করতে হবে না। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে এর থেকে মুক্তি পাবেন। বলে দি যে, তিন ধরনের কল রয়েছে, যার মধ্যে রয়েছে টেলিমার্কেটিং কল, রোবো কল এবং স্ক্যাম কল। এই তিন ধরনের কলই আপনার সময় এবং অর্থ নষ্ট করতে পারে।

আর এই ধরনের স্প্যাম কল ইদানিংকালে মূলত, করোনা হওয়ার পর আরও যেন বেড়ে গিয়েছে। তাই আপনি যদি এই স্প্যাম কল থেকে মুক্তি পেতে চান তার জন্য কিন্তু একটি পাকাপাকি উপায় আছে। জানতেন না? তাহলে আসুন দেখে নিন সেটা কী।

Google এর তরফে দুটি ফিচার দেওয়া হয়ে থাকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের এই স্প্যাম কল থেকে বাঁচার জন্য। এই ফিচার দুটি হল কলার আইডি এবং স্প্যাম প্রটেকশন। সাধারণত এই ফিচার দুটি এমনই অ্যান্ড্রয়েড ফোনে অন থাকে, কিন্তু চাইলে ফোন ব্যবহারকারীরা এটিকে বন্ধ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি না জানেন কীভাবে এই ফিচার কাজ করে তাহলে দেখে নিন ধাপে ধাপে এটা ব্যবহার করার পদ্ধতি। দেখে নিন কীভাবে কলার আইডি এবং স্প্যাম প্রটেকশন ফিচার এবং ব্লক স্প্যাম কল অন করবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে।

  • প্রথমে আপনার ফোনে ফোন অ্যাপটিকে খুলুন।
  • এরপর more অপশন যেটি রয়েছে সেটিকে ক্লিক করুন।
  • তারপর সেটিংস বাটনে ক্লিক করুন।
  • এরপর দেখুন ওখানে যে স্প্যাম এবং কল স্ক্রিন অপশন আছে সেটাকে ক্লিক করুন।
  • তারপর দেখুন ওখানে সি কলার এবং স্প্যাম আইডি অপশন আছে। ওটা বন্ধ থাকলে অন করে দিন।

Spam call

যদি এই অপশন আপনার জন্য কাজ না করে তাহলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্প্যাম কলকে চিহ্নিত এবং ব্লক করতে পারে আলাদা ভাবেও। দেখে নিন ম্যানুয়ালি কীভাবে সেটা করবেন।

  • প্রথমে আপনার ফোনের ফোন অ্যাপে যান।
  • সেখানে গিয়ে রিসেন্ট ট্যাবে ক্লিক করুন।
  • এবার যে নম্বরটিকে আপনি স্প্যাম হিসেবে মার্ক করতে চান সেটাকে ক্লিক করুন।
  • এরপর ব্লক বা রিপোর্ট স্প্যাম অপশনে ক্লিক করে দিন।
Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo