Gmail-এ ইমেল শিডিউল করবেন কীভাবে, জেনে নিন এখানে

Updated on 21-Oct-2021
HIGHLIGHTS

Gmail-এ নিজের ইমেইল কে নির্দিষ্ট সময়ে শিডিউল করে রাখা সম্ভব

Gmail- অ্যাপের কম্পোজ মেইল অপশনে গিয়ে মেইল টাইপ করতে হবে

শিডিউল করে রাখলে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে ই-মেল নিজে থেকেই গন্তব্যে চলে যাবে

এই ওয়ার্ক- ফ্রম হোমের যুগে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাঠানোর প্রধান মাধ্যম হল ইমেইল। অনেকসময়েই দেখা যায় যে অনেক কাজের মধ্যে ব্যাস্ত থাকার ফলে কোনো গুরুত্বপূর্ণ ইমেইল  আমরা ঠিক সময়ে পাঠানোর কথা ভুলে যাই। আবার অনেক সময় মনে মনে কখন পাঠানো তা  ঠিক করে রাখলেও, হঠাৎ করে ব্যাস্ত হয়ে পড়লে, ইমেল আর সময়ে পাঠানো হয়ে ওঠে না। 

এই সমস্যা থেকে মুক্তি পেতে Gmail-এ রয়েছে এক বিশেষ ফিচার। যার দ্বারা নিজের ইমেইল কে নির্দিষ্ট সময়ে শিডিউল করে রাখা সম্ভব। যার মাধ্যমে আপনি ভুলে গেলেও আপনার মেইল নির্দিষ্ট সময়ে পৌছে যাবে  গন্তব্যে।

আপনি যদি এই বিশেষ ফিচার সম্পর্কে না জেনে থাকেন, তবে আসুন জেনে নেওয়া যাক- 

Android ও iPhone ডিভাইসে কীভাবে ইমেল শিডিউল করবেন-

  • প্রথমে আপনাকে Gmail- অ্যাপের কম্পোজ মেইল অপশনে গিয়ে মেইল টাইপ করতে হবে।
  • চাইলে কোনো ব্রাউজার থেকেও  Gmail খুলে মেইল টাইপ করতে পারেন।
  • এরপর সেন্ড অপশনের পাশে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি ড্রপ- ডাউন মেনু সামনে আসবে।
  • সেই মেনুতে শিডিউল সেন্ড অপশন থাকবে, সেখানে ক্লিক করতে হবে।
  • কোন দিনে এবং কোন সময়ে মেইলটি সেন্ড করা হবে, তা সিলেক্ট করতে হবে।
  • মেইল পাঠানোর দিন ও সময় সিলেক্ট করার পর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলেই মেইলটি নির্দিষ্ট  সময়ে শিডিউল হয়ে যাবে।

ডেস্কটপে কীভাবে ইমেল শিডিউল করবেন-

  • Gmail খুলে সেখানে  কম্পোজ মেইল অপশনে গিয়ে মেইল টাইপ করতে হবে। 
  • এরপর সেন্ড অপশনের পাশে নীল রঙের একটি ড্রপ- ডাউন  মেনু চোখে পড়বে।
  • সেই মেনুতে শিডিউল সেন্ড  অপশন থাকবে।
  • সেখানে কোন দিনে এবং কোন সময়ে মেইলটি সেন্ড করা হবে, তা সিলেক্ট করতে হবে।
  • মেইল পাঠানোর দিন ও সময় সিলেক্ট করার পর সেন্ড অপশনে ক্লিক করলেই মেইলটি নির্দিষ্ট  সময়ে শিডিউল হয়ে যাবে।
Connect On :