PDF ফাইল পাসওয়ার্ড দিয়ে লক? দেখুন কী করে খুলবেন

Updated on 22-Feb-2023
HIGHLIGHTS

অনেক সময়ই আমরা এমন PDF ফাইল পেয়ে থাকি যেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়

কখনও কখনও খুব সহজেই সেই পাসওয়ার্ড খুলে ফেলা যায়, কখনও ঝামেলায় পড়তে হয়

তবে চাইলে এই ফাইল থেকে কিন্তু পাসওয়ার্ড সরিয়ে ফেলা যায়, দেখুন তার পদ্ধতি

আমরা আমাদের দৈনন্দিন কাজে এমন একাধিক PDF ফাইল পেয়ে থাকি যেগুলো কিনা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়। অনেক সময় সেটা সহজেই খুলে ফেলা যায়। কখনও আবার বেশ ঝামেলায় পড়তে হয়। বারবার পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও সেই ফাইল খোলা যায় না। বা যতবার সেই ফাইল খুলতে হয় ততবার পাসওয়ার্ড দিতে লাগে যা কিনা ভীষণই বিরক্তিকর। তবে হ্যাঁ, এ কথাও ঠিক যে পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল কিন্তু সেখানে থাকা তথ্যকে নিরাপদ রাখে, তবে সঙ্গে সেটার পাসওয়ার্ডও মনে রাখতে লাগে। তাই আপনি যদি এই ঝামেলা এড়াতে চান তার জন্য কিন্তু একাধিক উপায় আছে। এই পাসওয়ার্ড সরিয়ে ফেলা যায় ফাইল থেকে। তাহলে দেখে নিন তার জন্য কী করণীয়। 

PDF রিডারের মাধ্যমে কীভাবে পাসওয়ার্ড সরাবেন?

যদি আপনার PDF ফাইলে Owner passowrd দেওয়া থাকে যা এডিটিং, প্রিন্টিং, কপি করা থেকে আমাদের আটকায়। কিন্তু আপনি চাইলে এটাকে যে কোনও PDF রিডার যেমন Adobe Acrobat বা Foxit Reader দিয়ে সরাতে পারবেন। 

এটার জন্য আপনাকে PDF-টাকে কোনও PDF রিডারে খুলতে হবে কোনও ল্যাপটপ বা কম্পিউটারে। 

এবার চুজ টুল অপশনে ক্লিক করুন, তারপর এনক্রিপ্টে। এরপর চলে যান রিমুভ সিকিউরিটি অপশনে। 

যদি আপনার ডকুমেন্টটিতে ডকুমেন্ট ওপেন পাসওয়ার্ড থাকে তাহলে ওকে ক্লিক করুন রিমুভ করার জন্য। 

আর যদি ডকুমেন্টটিতে পারমিশন পাসওয়ার্ড থাকে তাহলে সঠিক পাসওয়ার্ড দিন এবং তারপর ওকে ক্লিক করুন। 

একবার যেই আপনি আপনার বর্তমান পাসওয়ার্ড দিয়ে দেবেন অমনি সফটওয়্যার পাকাপাকি ভাবে এই ডকুমেন্ট থেকে পাসওয়ার্ড সরিয়ে দেবে। 

Google Chrome এ কীভাবে পাসওয়ার্ড সরাবেন দেখুন

এটার জন্য সবার আগে PDF ফাইল খুলুন Google Chrome -এ। 

তারপর PDF পাসওয়ার্ড দিয়ে খুলুন সেটা। 

এবার কন্ট্রোল +P টিপুন বা ফাইলে গিয়ে প্রিন্ট এবং তারপর সেভ অ্যাজ PDF অপশনে ক্লিক করুন।এবার যেই PDF ফাইল সেভ করে নেবেন তখন আর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে না। 

প্রিন্ট ফিচার কাজে লাগিয়ে কীভাবে PDF পাসওয়ার্ড সরানো যায়?

এটার জন্য PDF ভিউয়ারে PDF-টা খুলুন। 

তারপর পাসওয়ার্ড দিয়ে ফাইলটা আনলক করুন। 

এবার মেনুতে গিয়ে শেয়ার তারপর প্রিন্ট অপশনে ক্লিক করুন। 

এবার নতুন জায়গা হিসেবে প্রিন্ট টু PDF করুন, এতে আপনার ফাইল নতুন জায়গায় বিনা পাসওয়ার্ডে সেভ হয়ে যাবে। 

MacBook এ যদি PDF এর পাসওয়ার্ড সরাতে চান তাহলে দেখুন কী করবেন

সবার আগে প্রিভিউতে PDF ফাইল খুলুন। এবার পাসওয়ার্ডটা দিন। 

এবার ফাইল অপশনে ক্লিক করুন। তারপর দেখুন একটা এক্সপোর্ট অপশন পাবেন সেখানে ক্লিক করুন। 

এই এক্সপোর্ট বক্সে PDF সিলেক্ট করুন ড্রপ ডাউন মেনু থেকে। 

এবার কোয়ার্টজ ফিল্টার মেনু থেকে রিমুভ PDF পাসওয়ার্ড অপশন সিলেক্ট করুন। 

এবার কোথায় সেভ করতে চান সেটা বেছে নিয়ে ফাইল সেভ করুন। 

যদি দেখেন এখনও ফাইলটা পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখাচ্ছে তাহলে আপনাকে আবার পাসওয়ার্ড দিতে হবে এবং তারপর ওকে ক্লিক করতে হবে। এবার যে PDF ফাইল তৈরি হবে সেটা পাসওয়ার্ড বিহীন তৈরি হবে। 

যদি রিমুভ PDF পাসওয়ার্ড অপশন না দেখতে পান কোয়ার্টজ ফিল্টার ড্রপ ডাউন মেনুতে তাহলে আপনাকে সেটা অ্যাপেলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। 

এছাড়াও একাধিক থার্ড পার্টি অ্যাপ আছে যার মাধ্যমে আপনি এই পাসওয়ার্ড রিমুভ করতে পারেন। তবে মনে রাখবেন এই অ্যাপগুলো কিন্তু ভীষণই ক্ষতিকর হয়। এবং আপনার তথ্য তারা তাদের ডেটাবেসে সেভ করে রাখতে পারে। তাই সাবধান।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :