স্মার্টফোন আমাদের সবচাইতে কাছের গ্যাজেটগুলির মধ্যে অন্যতম। এই ডিভাইসেই স্টোর হয় আমাদের পছন্দের বেশ কিছু মেমোরি। অনেকসময় আমরা নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজকে ফাঁকা করতে বেশ কিছু ফটোকে ডিলিট করে ফেলি। তবে ভুলবশত যদি কোনো খুব কাছের এবং পছন্দের ফটো ডিলিট হয়ে যায়, তবে মনখারাপ হয়ে যাওয়াই স্বাভাবিক। তবে আপনি চাইলে কোনো ডিলিট করা ফটোকে মিনিটের মধ্যে আগের অ্যান্ড্রয়েড মোবাইলের আগের লোকেশনে ফিরিয়ে আনতে পারবেন। কীভাবে জেনে নিন-
এখন প্রতিটি স্মার্টফোনেই থাকে ইন বিল্ট গ্যালারি ফোল্ডার। যেখানে সেই ডিভাইসে তোলা প্রত্যেকটি ফটো, ভিডিও গ্যালারি ফোল্ডারে স্টোর হয়। যখন কোনো ইমেজকে হ্যান্ডসেট থেকে ডিলিট করা হয়, তখন তা জমা পড়ে গ্যালারি ফোল্ডারের ট্র্যাশ বিনে। ইউজার চাইলে সেখান থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো রি-স্টোর করতে পারেন। তবে সেক্ষেত্রে 40-60 দিন আগে ফটো ডিলিট করলে কিন্তু আর রি-স্টোর করা যাবে না।
Motorola, Micromax, Nokia ব্র্যান্ডের স্মার্টফোনগুলিতে ডিফল্ট গ্যালারি অ্যাপ হিসেবে থাকে Google Photos অ্যাপ। ইউজার চাইলে এই অ্যাপ থেকেই ডিলিট হয়ে যাওয়া ফটোগুলিকে রি-স্টোর করতে পারবেন। জেনে নিন কিভাবে Google Photos অ্যাপ থেকে ডিলিট হয়ে যাওয়া ফটোকে রিস্টোর করবেন-
অনেক সময় কিছু কিছু ফটো লোকাল স্টোরেজ থেকে ডিলিট হয়ে গেলেও ব্যাকআপ ক্লাউড থেকে ডিলিট হয়না। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে ব্যাকআপ স্টোরেজ হিসেবে থাকে Google Photos অ্যাপ। সেই জন্য এই অ্যাপ্লিকেশন ওপেন করে কোনো ফটো গ্যালারি থেকে ডিলিট হয়ে গেলেও ব্যাকআপ ফোল্ডার হিসেবে এই অ্যাপে পাওয়া যাবে।
এছাড়া photos. google.com সাইট ডেস্কটপে ওপেন করে নিজের Google ID দিয়ে লগ ইন করলে সমস্ত ফটোর অ্যাক্সেস পাওয়া যাবে।