রাস্তায়, মূলত টোল ট্যাক্স জ্যাম কমানোর জন্য এখন ভারত সরকারের তরফে ডিজিটাল মাধ্যমে টোল ট্যাক্স গ্রহণ করার ব্যবস্থা আনা হয়েছে। এটিকে বলা হয় FASTag। এই ব্যবস্থাটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার দ্বারা পরিচালনা করা হয়। আগে জেনে নিন এই FASTag কী? এটি আদতে একটি ইলেকট্রনিক টোল কালেকশন পদ্ধতি। এখানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজির ব্যবহার করা হয় টোল পেমেন্ট কালেক্ট করার জন্য। গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে সোজাসুজি টোল ট্যাক্স কেটে নেওয়া হয় এই উপায়ে।
সরকারের তরফে সমস্ত বেসরকারি এবং কমর্শিয়াল যানবাহনের ক্ষেত্রে এই FASTag-টিকে বাধ্যতামূলক করা হয়েছে। তবে হাইওয়ের টোল প্লাজায় যাতে নির্বিঘ্নে ইলেকট্রনিক টোল দিতে পারেন তার জন্য আপনাকে FASTag -এ পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স রাখতে হবে। দেখে নিন এখন কীভাবে এটি রিচার্জ করবেন।
FASTag- এর অ্যাকাউন্ট সবসময় আপনার অফিসিয়াল ব্যাংক আইডি দিয়ে তৈরি করতে হয়। এবার দেখুন ব্যালেন্স চেক করার উপায়।
এটার জন্য আপনার ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে যার মাধ্যমে আপনি FASTag অ্যাকাউন্ট তৈরি করেছেন।
এবার FASTag ক্যাটাগরিতে যান। এবং লগ ইন করুন।
তারপর ভিউ FASTag ব্যালেন্স অপশনে ক্লিক করুন। এখানে আপনি আপনার ব্যালেন্স দেখতে পাবেন।
এটার জন্য Google Play Store বা App Store থেকে My FASTag অ্যাপ ডাউনলোড করুন।
এবার লগ ইন করুন।
এবার আপনি এখান থেকে আপনার ব্যালেন্স দেখে নিতে পারবেন।
আপনি যদি SMS এর মাধ্যমে FASTag -এর ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে SMS সার্ভিস অন করতে হবে। এর ফলে আপনি যতবার টোল দেবেন FASTag -এর মাধ্যমে ততবার আপনার অ্যাকাউন্টের তথ্য SMS- এর মাধ্যমে পেয়ে যাবেন।
NHAI- এর তরফে মিসড কল অ্যালার্ট ফেসিলিটি উপলব্ধ করা হয়েছে। এই পদ্ধতিতে আপনি আপনার FASTag ব্যালেন্স চেক করতে চাইলে আপনাকে +91-8884333331 নম্বরে মিসড কল দিন। আপনি যেই মিসড কল দেবেন অমনি আপনার FASTag অ্যাকাউন্টের সব তথ্য আপনার ফোনে পাঠিয়ে দেওয়া হবে।
আপনি আপনার এই অ্যাকাউন্ট বিভিন্ন উপায়ে রিচার্জ করতে পারবেন। এটার জন্য আপনি আপনার অফিসিয়াল ব্যাংক এর ওয়েবসাইটে যেতে পারেন বা ব্যাংকের অ্যাপ ডাউনলোড করতে পারেন। অথবা Gpay, PhonePe, ইত্যাদির মাধ্যমে রিচার্জ করতে পারবেন।
আপনি Paytm -এর মাধ্যমে রিচার্জ করতে চাইলে আপনাকে Paytm অ্যাপে যেতে হবে।
এবার FASTag রিচার্জ অপশনে যান।
এবার FASTag যে ব্যাংকের সঙ্গে লিংক করা আছে সেটাকে বেছে নিন।
এবার আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিন।
এবার প্রসিড অপশনে ক্লিক করুন।