নতুন বছরে আপনার মোবাইল ফোনেই professional photography! কীভাবে? জেনে নিন টিপস এবং ট্রিক

Updated on 28-Dec-2021
HIGHLIGHTS

New Year Eve-এ সব মধুর মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি না করে রাখতে পারলে সারাদিনের আনন্দের পরেও কিছু একটা মিসিং মনে হয়

অনেকেই মনে করেন DSLR ছাড়া প্রফেশনালদের মত ছবি তোলা অসম্ভব

কয়েকটি টিপস জানা থাকলেই আপনিও পারবেন DSLR এর মতো ছবি তুলতে

সামনেই ১য়লা জানুয়ারি আর নতুন বছরের প্রথম দিন মানেই সকলের মনে উৎসবের মেজাজ। ভালোবাসার মানুষগুলির সাথে রঙিন একটি দিন কাটানো। পরিবার-আত্মীয়-বন্ধবান্ধব-প্রেমিক/প্রেমিকার সাথে রাত্রী অবধি খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদি বাধ্যতামূলক। এমন সব মধুর মুহূর্তগুলিকে ফ্রেমবন্দি না করে রাখতে পারলে সারাদিনের আনন্দের পরেও কিছু একটা মিসিং মনে হয়। আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে নিজেদের বা কোন সুন্দর জায়গার ছবি পোস্ট না করলে সব আনন্দই মাটি। তাই ছবি তোলা এই বিশেষদিনগুলিতে গুরুত্বপূর্ণ কাজের মধ্যেই পরে। বিশেষত বছরের প্রথম দিন বা New Year Eve এ সন্ধ্যা হলেই চারিদিক ফুটে ওঠে বিভিন্ন বর্ণের আলোকসজ্জায় ।

কিন্তু ছবি তোলার ক্ষেত্রে অনেকেই DSLR না থাকায় মন খারাপ করেন এবং মনে করেন DSLR ছাড়া প্রফেশনালদের মত ছবি তোলা অসম্ভব। কিন্তু বাস্তবে এই ধারনা একদমই ভূল। বর্তমানে প্রায় প্রত্যেকেরই হাতে হাতে স্মার্টফোন চলে এসেছে। যে ফোনগুলিতে ক্যামেরার রিজোলিউশন (Resolution) যথেষ্টই উন্নত মানের। ফলে, কয়েকটি টিপস জানা থাকলেই আপনিও পারবেন  DSLR এর মতো ছবি তুলতে। আপনার মোবাইল ক্যামেরাতে দুর্দান্ত ছবি তোলার ট্রিক্স গুলি জেনে নিন- 

 

Connect On :