এয়ারটেল (Airtel) , রিলায়েন্স জিও (Reliance Jio) , ভোডাফোন-আইডিয়া (Vi) টেলিকম সংস্থা প্রিপেইড প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। আগের তুলনায় 20-25% বেশি দামে এখন এই সমস্ত টেলিকম কোম্পানির প্রিপেইড প্ল্যানগুলি পাওয়া যাচ্ছে। প্রিপেইড প্ল্যানের ট্যারিফ বেড়ে যাওয়ার ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন অনেক ইউজার। অনেকেই এত বেশি দাম দিয়ে প্রিপেইড প্যাকের রিচার্জ করাতে চাইছেন না। ফলে বেশিরভাগ মানুষই বিকল্পের সন্ধানে রয়েছেন।
সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL এখনো গ্রাহকদের আগের দামেই প্রিপেইড প্ল্যান অফার করছে। যার ফলে অনেক ইউজারই প্রাইভেট টেলিকম অপারেটরগুলির বদলে BSNL কেই বেছে নিতে চাইছেন। তবে আপনি ফলো করতে হবে মাত্র কয়েকটি স্টেপ-
• সবার আগে আপনার মোবাইলে এখন যে কোম্পানির সিম ভরা রয়েছে সেই নাম্বার থেকে 1900 নাম্বারে একটি মেসেজ পাঠাতে হবে।
• PORT Your Mobile Number টাইপ করে সেন্ড করতে হবে।
• এরপর আপনার বর্তমান মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে যেখানে পোর্টিং নাম্বার থাকবে।
• এই পোর্টিং নাম্বারকে কোনো BSNL সেন্টার বা সিমের দোকানে দেখালে ওরা ওখান থেকে একটি সিম আপনাকে দেবে।
• তবে সিম নেওয়ার জন্য আপনাকে আধারকার্ড,ভোটার কার্ডের মতো ডকুমেন্টের জেরক্স জমা দিতে হবে।
• দুই – তিনদিন পর যখন আপনি দেখবেন যে আপনার প্রেজেন্ট সিম থেকে সমস্ত নেটওয়ার্ক চলে গিয়েছে, তখন বুঝতে হবে যে অফিসিয়ালভাবে সিমে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে।
• এরপর যে BSNL সিমটি আপনি পেয়েছেন তা ফোনে ভরলেই কাজ শুরু করে দেবে।
• আপনি চাইলে আপনার প্রয়োজনমতো প্রিপেইড প্যাকও ভরিয়ে নিতে পারবেন।
ওপরের স্টেপগুলিকে ঠিকভাবে মেনে চলতে পারলে পাঁচ থেকে সাতদিনের মধ্যে নতুন সিম অ্যাক্টিভ হয়ে যাবে।