ID প্রুফ হিসাবে ব্যাবহৃত হওয়া আধার কার্ড নিয়ে আরও একটি স্পেশাল রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্ট অনুসারে UIDAI আর ভারত সরকার আধার কার্ড ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে লিঙ্ক করা অনিবার্য করার চেষ্টা করছে। যদি তাই হয় তবে প্রত্যকে ব্যাক্তির কাছে একটি ড্রাইভিং লাইসেন্সই থাকবে।
আর এর মানে এই যে নকল ড্রাইভিং লাইসেন্স রাখা বন্ধ হবে। আর আপনাদের বলে রাখি যে আপনারা যদি আধারকার্ডে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে লিঙ্ক করতে চান তবে আপনাদের সমস্ত ব্যাক্তিগত ডিটেল দিতে হবে।
সরকার বলেছে যে আধার কার্ডের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করানোর কিছু সুবিধা থাকবে। এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের ডুব্লিকেট করলে তা সহজে ধরা যাবে আর এর ভুল ব্যাবহার হবে না। আর এর সঙ্গে ড্রাইভারদের সঠিক ভাবে চেনা যাবে ভুয়ো ড্রাইভারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
আপনার যদি মনে করেন যে আধার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে লিঙ্ক করানো সমস্যার তবে, তবে আপনাদের বলে রাখি যে এই লিঙ্ক করা খুব একটা ঝামেলার ব্যাপার না। আজকে আমরা আপনাদের এখানে বলব যে কি করে বাড়িতে বসে আধারের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করা যাবে। আপনাদের বলে রাখি যে হয়ত কিছু ক্ষেত্রে প্রসেস কিছু আলাদা হতে পারে তবে বেসিক জিনিস একই। আসুন তবে এই লিঙ্কিং কি করে করা যায় তা দেখে নেওয়া যাক।