আরও একবার ভারতের ট্যাক্স ডিপার্টমেন্ট প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে। এত দিন পর্যন্ত যা ছিল 30 সেপ্টেম্বর পর্যন্ত এখন সেই সময় বেড়ে 31 ডিসেম্বর হয়েছে। আর যদি আপনারা আপনাদের আধার আর প্যান কার্ড এখনও পর্যন্ত লিঙ্ক না করে থাকেন তবে আপনাদের জানিয়ে রাখি যে তা না করলে আপনাদের প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। আর কি করে আধার আর প্যান কার্ড লিঙ্ক করবেন তা এখানে আমরা আপনাদের জানাব।
আপনাদের প্রথমে বলে রাখি যে আপনাদের এই প্রক্রিয়ার জন্য 12 সংখ্যার আধার নাম্বার লাগবে। আর এর সঙ্গে আপনার প্যান কার্ড থাকা দরকার, প্যান নাম্বার 10 ডিজিটের হয়।
আর আপনার আধার নাম্বারও ফোন নাম্বারের সঙ্গে অ্যাড করতে হবে।
আপনারা মেসেজ 567678 বা 56161 নাম্বারে পাঠাতে পারবেন। আর এর জন্য অবশ্য আপনাদের আধার আর প্যান কার্ড থাকা দরকার আর একটি ফোন নাম্বার যা এর সঙ্গে লিঙ্ক থাকবে। আর যদি তা না হয় তবে আপনারা SMS য়ের মাধ্যমে এই লিঙ্কিং প্রসেস সম্পূর্ণ করতে পারবেন না।
আপনারা এরকম করতে চাইলে আপনাদের মেসেজে প্রথমে UIDPAN লিখতে হবে আর এর পরে 12 ডিজিটের আধার নাম্বার এখানে দিতে হবে। আর এর পরে একটি স্পেস দিয়ে নিজের 10 ডিজিটের প্যান নাম্বার দিতে হবে। আর এর পরে এই মেসেজ 567678 বা 56161 নাম্বারে পাঠাতে হবে।
আর এবার আপনাদের এও বলে রাখি যে এই মেসেজ কিন্তু আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে পাঠাতে হবে,। আর এই প্রক্রিয়া শেষ হলে কিছুক্ষণ পরে এই মেসেজের রিপ্লাই আসবে। আর এখানে আপনাদের আধার আর প্যান নাম্বার লিঙ্ক হওয়ার বিষয়ে জানানো হবে।
আপনারা এর সঙ্গে অনলাইনেও আধার আর প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন। মানে এর জন্য আপনাদের incometavindiaefiling.gov.in য়ে রেজিস্টার্ড করতে হবে। আর আপনারা আগে থেকে রেজিস্টার্ড থাকলে আর রেজিস্ট্রেশান করতে হবে না। আর এবার আপনাদের কাছে একটি লগ ইন আইডি দেওয়া হবে আর সেখানে আপনাদের আইডি পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হবে। আর এখানে একটি ইউন্ডো ওপেন হবে যা আপনাদের আধার আর প্যান কার্ড লিঙ্ক করতে সাহায্য করবে।
আর এবার আপনারা যদি ইউন্ডো দেখতে না পান তবে আপনারা প্রোফাইল সেটিংসে গিয়ে লিঙ্ক আধারে যেতে পারবেন। আর এখানে আপনাদের অন স্ক্রিন ইন্সট্রাকশান যা দেওয়া আছে তা ফিল করতে হবে। আর এখানে আপনাদের আধার আর প্যানের লিঙ্ক হ্যে যাবে। আর এর আগে অবশ্য আপনাদের কাছে একটি OTP আসবে যা এখানে দিতে হবে। আর এর পরে আপনাদের আধার আর প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে।