এভাবে জিও সিমের কল ডিটেলস বার করুন

এভাবে জিও সিমের কল ডিটেলস বার করুন
HIGHLIGHTS

এই স্টেপ ফলো করলে বিগত 180 দিনের ডিটেলস আপনার সামনে আসবে

আজ আমরা আপনাদের এমন একটি উপায় বলব যাতে আপনি আপনার জিও সিমের ডিটেলস বার করতে পারবেন। এর জন্য আপনাকে কিছু স্টেপস ফলো করতে হবে। আপনি যদি আপনার কোন বন্ধুর জিও সিমের ডিটেলস বারকরতে চান তবে MyJio অ্যাপে তার নম্বর দিন, আর এর পরে সেই নম্বরে যে ওটিপি আসবে তা সেখানে দিন। এই স্টেপ ফলো করলে বিগত 180 দিনের ডিটেলস আপনার সামনে আসবে। এর আগের কল ডিটেলস বারকরা আরও সোজাছিল কিন্তু জিও অ্যাপ আপডেটেড হওয়ার পরে জিও তাতে কিছু পরিবর্তন করেছে।

সবার প্রথমে MyJio অ্যাপে যান, সেখানে আপনি ওপরের তিনটি লাইন দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন, এর পরে একটি নতুন পেজ খুলে যাবে।

এখানে আপনি My Statement এর অপশান পাবেন, এটি টাচ করার পরে ডেটের অপশান আসবে। সেখানে কবে থেকে কবের ডিটেলস চাওয়া হবে তা সেখানে দিন।

এরপরে একটি নতুন পেজ খুলে যাবে, যাতে ইউজার্স চার্জের অপশান থাকবে সেখানে টাচ করুন, আর ভয়েসে ট্যাপ করুন।

এরপরে ক্লিক হিয়ারে টাচ করুন, আর আপনার কল লিস্ট আপনার সামনে এসে যাবে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo