LPG Booking: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে এবার পাওয়া যাবে ক্যাশব্যাক, জানুন কীভাবে

Updated on 22-Jan-2022
HIGHLIGHTS

রান্নার গ্যাসের দাম পশ্চিমবঙ্গে বর্তমানে 926 টাকা

আপনার সেভিংসের অন্তত 50 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন গ্যাস সিইলিন্ডার কিনতে গিয়ে

বুকিং শেষে পেয়ে যাবেন 10 শতাংশ ক্যাশব্যাক। পুরস্কারে পাওয়া এই টাকা জমা হবে অ্যাপটির ওয়ালেটে

রান্নার গ্যাসের দাম ক্রমশ উর্ধ্বমুখী। প্রতিনিয়ত বেড়ে চলেছে দাম। হাজার ছুঁই ছুঁই রান্নার গ্যাসের দাম পশ্চিমবঙ্গে বর্তমানে 926 টাকা! কিন্তু নিরুপায় সাধারণ মানুষের খাবার জুটুক না জুটুক রান্নার গ্যাস জোটাতে তারা বাধ্য। এখন প্রশ্ন হচ্ছে গ্যাসের দাম কবে কমবে? আদেও কী কমবে? এর উত্তর কেউই জানেনা। তবে একটি উপায় আছে, যা জানা থাকলে আপনি আপনার সেভিংসের অন্তত 50 টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন গ্যাস সিইলিন্ডার কিনতে গিয়ে।

বর্তমানে Pocket App নামক একটি অ্যাপ বেড়িয়েছে। যেটি ইন্সটল করে আপনি যদি গ্যাস বুক করেন তাহলে আপনি পেতে পারেন 50 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যা এই পকেট অ্যাপের ওয়ালেটে ডিরেক্ট অ্যাড হয়ে যাবে।

আরও পড়ুন: Mazout লঞ্চ করতে চলেছে স্টুডেন্টদের তৈরি দেশের প্রথম Electric Cruiser Motorcycle

বুকিং করার পদ্ধতি-

  • প্রথমে Google প্লে স্টোর বা Apple অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন Pocket App।
  • ইন্সটল হওয়ার পর অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন Recharge and Bill payment অপশন।
  • বেছে নিন Choose Billers।
  • এরপর More অপশনটিতে ক্লিক করুন।
  • এরপরই দেখতে পাবেন LPG অপশন, সেখান থেকে বেছে নিতে হবে LPG অপশন প্রোভাইডারকে।
  • এরপর আপনার মোবাইল নম্বরটি অ্যাড করুন।
  • নম্বর লেখার পর বুকিংয়ের জন্য প্রয়োজনীয় টাকা দিতে হবে।
  • বুকিং শেষে পেয়ে যাবেন 10 শতাংশ ক্যাশব্যাক। পুরস্কারে পাওয়া এই টাকা জমা হবে অ্যাপটির ওয়ালেটে।

আরও পড়ুন: ভারতে আসছে Realme 9 Pro+ স্মার্টফোন, লিক হল ডিজাইন এবং ফিচার

বর্তমানে জিনিষপত্রের দাম যে রেটে বাড়ছে তাতে 50 টাকা সেভ হওয়াও অনেক বড় ব্যাপার। আপনিও যদি এই ছোট্ট সেভিংসটি করতে চান তাহলে এখনই গ্যাস বুক করুন পকেট অ্যাপ থেকে।

Connect On :