ভারতে কি করে GST রিটার্ন ফাইল করা যায়, স্টেব বাই স্টেপ গাইড
2017 সালের 1 জুলাই থেকে ভারতে GST চালু করা হয়েছে
GST কথাটির মানে Goods and Service Tax
আপনারা জানেন নে 2017 সালের 1 জুলাই থেকে ভারতে GST চালু করা হয়েছে। GST কথাটির মানে Goods and Service Tax, এটি ট্যাক্স সাপ্লাই অফ গুড (এতে সেলও আছে) আর ভারতের সব পরিষেবা মানে গুড ইমোর্ট আর পরিষেবার জন্য দেওয়া বাধ্যতা মূলক, ভারতে এই নিয়ম চালু হয়ে গেছে, তবে এখনও অনেকে এই বিষয়ে ডিটেলে জানেন না, এই সময়ে GST একমাত্র ট্যাক্স।
শুধু এই না আপনাদের বলে রাখি যে আপনারা GST Tac সেল বা গুডসের সেলে দাম পরিষেবার জন্য দিতে হয়। আর আমরা যদি বলি যে এত বেশি ট্যাক্স দেওয়া হচ্ছে, তবে আপনাদের বলে রাখি যে এর জন্য ট্যাক্স রিটার্নও করা যায়। আর আজেক আমরা আপনাদের জানাব যে কি করে GST রিটার্নের জন্য অ্যাপ্লাই করা যায়।
স্টেপ বাই স্টেপ গাইড( GST রিটার্ন ফাইল হেল্প)
আপনাদের বলে রকাহি যে GST অনুসারে, এই বিজনেসের জন্য মাসে 3 বার রিটার্ন ফাইল করা যায়। আর আজকাল রিটার্নের জন্য শুধু ইলেক্ট্রিক মোড ব্যাবহার করা হয়।
সবার আগে আপনাদের নিজেদের সাপালি ডেক্লেয়ারেশান দ্দিতে হবে, আর এর পরে আপনাদের ইনপুট অটোমেটিকালি ভেন্ডার সাবমিশান দিতে হবে।
আর এর মানে এই যে আপনাদের ভেন্ডার আনারা সেলসে ফাইল করতে হবে,না হলে আপনারা কিছু পাবেন না।
দরকারি কথা
- আপনাদের বলে রাখি যে GST রিটার্নের জন্য মাসের 10 তারিখ GSTR-1 য়ে তাদের সেলস ডিক্লেয়ার করতে হবে।
- আর এর পরে 11-15 তারিখে আপনারা একটি নোটিফিকেশান পাবেন, আর এখানে আপনারা নিজেদের সেলসে কআরেকশান করতে পারবেন, আর এখানে আপনাদের GSTR-2A দিতে হবে।
- আর এর পরে 20 তারিখে অট পপুলেটেড GSTR-3 ফিল করার জন্য পেমেন্ট দিতে হবে।
কি করে নিজের GST ক্লেম করবেন?
- যখন নিজের GST রিফান্ড বা ক্লেম করবেন, তেখন এই স্মেয় আপনাদের কি করতে হবে তা আমরা এখানে আপনাদের বলছি।
- আপনাদের কাছে GST Invoice য়ের কপি থাকা দরকার, আর আপনাদের সেল রিফান্ড ইত্যাদি ইস্যু করেছে।
- আর এছাড়া একটি রিপোট GST bad dept অ্যাকাউন্ট সিল্প আপনার কাছে থাকা দরকার।
- এখানে এই অ্যামাউন্ড নিজের bad dept য়ে লিখুন।
- আর এখানে অ্যামাউন্ট জার জন্য রিফান্ড চাইছেন তা বলতে হবে।
- GST র পিরিটেড যা, আপনি সেলের সময়ে দেখেছেন।
- আর এখানে GST পিরিয়াড যার জন্য ক্লেম করছেন।
- আর এখানে সেল চার্জ করা টোটাল GST চার্জ।
- আর এই সেলে পাওয়া কিছু পেমেন্ট।
- এই সেলে কাস্টমারের নাম।
- ইনভয়েসের ডেট আর নম্বর।
আর এর পরে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে GST রিটার্নের জন্য অ্যাপ্লাই করুন, আর যদি সরকারের মনে হয় যে সত্যি আপনি বেশি টাকা দিয়েছেন তবে সরকার ট্যাক্সের টাকা আপনাকে ফিরিয়ে দেবে। আর যদি তা না হতে তবে আপনাকে ওপরে বলা কথা গুলি মাথায় রাখতে হবে।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।