Twitter থেকে কোনো ভিডিও অ্যান্ড্রয়েড এবং আইফোনে ডাউনলোড করবেন কীভাবে? জেনে নিন

Twitter থেকে কোনো ভিডিও অ্যান্ড্রয়েড এবং আইফোনে ডাউনলোড করবেন কীভাবে? জেনে নিন
HIGHLIGHTS

টুইটার থেকে পছন্দের ভিডিওকে স্মার্টফোনে ডাউনলোড করা এখন খুব সহজ

ডাউনলোড করা ভিডিওগুলি সেভ হবে ইউজারের ফোনের গ্যালারিতে

ইউজার চাইলে “Download Twitter Videos“ নামে একটি অ্যাপে টুইটার থেকে ডাউনলোড করা ভিডিওগুলিকে দেখতে পারেন

ফেসবুক (Facebook) এবং ইনস্টাগ্রাম (Instagram) থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় ,তা আমরা অনেকেই জানি। তবে আপনি কি জানেন যে টুইটার থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন? আজকাল সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও পছন্দ হলে তা ডাউনলোড করে আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে শেয়ার করি। আপনি চাইলে টুইটার (Twitter) থেকে নিজের অ্যান্ড্রয়েড বা আইফোনে কোনো ভিডিও ডাউনলোড করতে পারেন। তবে তার জন্য আপনাকে “Download Twitter Videos “ নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ইউজার ডাউনলোড করা ভিডিওগুলিকে নিজের ফোনের ইন্টারনালে স্টোর করতে পারবেন। তবে ভিডিও শেয়ার করার ক্ষেত্রে অরিজিনাল ক্রিয়েটারকে অবশ্যই মেনশন করতে হবে।

কীভাবে অ্যান্ড্রয়েড (Android) ফোনে টুইটার থেকে ভিডিও ডাউনলোড করবেন-

• সবার প্রথমে প্লে- স্টোর থেকে “Download Twitter Videos “ অ্যাপকে ডাউনলোড করতে হবে।
• এরপর নিজের ফোনে থাকা টুইটার অ্যাপকে ওপেন করতে হবে।
• এরপর যে টুইট থেকে ইউজার ফটো ডাউনলোড করতে চাইছেন সেই টুইটে যেতে হবে ।
• তারপর শেয়ার অপশনে ক্লিক করতে হবে।
• এরপর “Copy the link to Tweet” অপশনে ট্যাপ করতে হবে।
• তারপর “Download Twitter Videos “ অ্যাপে কপি করা লিঙ্ক পেস্ট করতে হবে।
• যার ফলে মেইন ফাইল ওপেন হবে এবং নীচের ডানদিকে ডাউনলোড অপশন পাওয়া যাবে।
• ভিডিওর রেজোলিউশন কোয়ালিটি সিলেক্ট করে নিয়ে ডাউনলোড করে নিতে হবে।
• ভিডিও ডাউনলোড হয়ে গেলে তা ফোনের গ্যালারিতে দেখা যাবে।

কীভাবে আইফোনে (iPhone) টুইটার থেকে ভিডিও ডাউনলোড করতে হবে-

• প্রথমে টুইটার অ্যাপকে নিজের আইফোনে ওপেন করতে হবে।
• তারপর সেই ভিডিওটা খুঁজে বের করতে হবে টুইটার থেকে যা ইউজার সেভ করতে চান।
• এরপর টুইটারের শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্ক কপি করতে হবে।
• তারপর https:// www. twittervideodownloader. com সাইটকে নিজের আইফোনে ওপেন করে টুইটার থেকে যে লিঙ্ককে কপি করা হয়েছে তা পেস্ট করতে হবে।
• যার ফলে মেইন ফাইল ওপেন হবে এবং ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
• সেখান থেকে ভিডিওকে যে রেজোলিউশন কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তা সিলেক্ট করতে হবে।
• এরফলে সাইটে একটি নতুন উইন্ডো ওপেন হবে , সেখানে স্ক্রিনের বাঁদিকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে, তারপর “Save to Files” অপশন সিলেক্ট করতে হবে।
• তারপর “On my iPhone” অপশন সিলেক্ট করে “Save” অপশনে ক্লিক করতে হবে।
• ইউজার আইফোনের “Files” অ্যাপে ডাউনলোড করা ভিডিওগুলিকে দেখতে পারবেন। তারজন্য লোকেশন হিসেবে “On my iPhone” অপশন বেছে নিতে হবে।
• তারপর “Downloaded Twitter Video File” অপশনে ক্লিক করে নীচের শেয়ার বাটনে ট্যাপ করতে হবে।
• এরপর “Save Video” অপশনে ক্লিক করলে পুরো ভিডিওটি আইফোনের “Photos” অ্যাপে সেভ হয়ে যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo