PAN Card: মাত্র 10 মিনিটে বাড়িতে বসে কীভাবে তৈরি করবেন নতুন প্যান কার্ড

Updated on 03-Dec-2021
HIGHLIGHTS

Income Tax Department- এর বদান্যতায়, খুব সহজেই এবার হাতে পেয়ে যাবেন অনলাইন Pan Card বা ডিজিটাল প্যান কার্ড

পরিচয়পত্র হিসেবে PAN Card থাকা খুব প্রয়োজনীয়

Digital PAN Card ডাউনলোডের জন্য https://www.incometax.gov.in/ যেতে হবে

দেশে যে কোনও ধরণের আর্থিক লেনদেন থেকে শুরু করে, নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং ইনকাম ট্যাক্সের জন্য একটি PAN Card থাকা খুব জরুরি। প্যান কার্ড নাগরিকদের ব্যবহারের অতি প্রয়োজনীয় জিনিস। পরিচয়পত্র হিসেবে PAN Card থাকা খুব প্রয়োজনীয়। তবে PAN Card হারিয়ে গেলে বা চুরি হলে কি করবেন? আপনি কি জানেন যে কার্ড হোল্ডাররা অনলাইন ডুপ্লিকেট PAN Card-এর জন্য আবেদন করতে পারবেন?

Income Tax Department- এর বদান্যতায়, খুব সহজেই এবার হাতে পেয়ে যাবেন অনলাইন Pan Card বা ডিজিটাল প্যান কার্ড। তবে এর জন্য কয়েকটি নির্দেশ মানতে হবে। তাহলেই হারানো প্যান কার্ডের বিকল্প আপনার হাতে।

ডিজিটাল প্যান কার্ড কীভাবে পাবেন:

১- প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট https://www.incometax.gov.in/ লগইন করতে হবে।

২- এখানে নীচে বাঁ দিকে 'Our Services' অপশনে 'Instant E PAN' এর জন্য ক্লিক করতে হবে।

৩- আপনি যদি আগে কখনও ডিজিটাল প্যান কার্ড ডাউনলোড না করে থাকেন তবে 'Get New e Pan Section' এই অপশনে ক্লিক করতে হবে।

৪- পাশাপাশি যদি আগে e-Pan ডাউনলোড করে থাকেন, তবে 'Get New e Pan Section' অপশনে ক্লিক করে দিন।

৫- এর পর নিজের 12 সংখ্যার Aadhar Number দিতে হবে। এবার একটি নতুন পেজ সামনে আসবে, সেটা পড়ে কনটিনিউ করতে হবে।

৬- এবার আধার নম্বরের সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বরে OTP আসবে, সেটা ভরতে হবে।

৭- সমস্ত ইনফরমেশন সঠিকভাবে ভরা হলে আপনার ইমেইল আইডি দিতে হবে। এবার কনফার্ম বাটনে প্রসে করুন।

Connect On :