ভারতীয়দের দুটি জনপ্রিয় নথি হল Aadhaar এবং Pan। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে এই দুই নথিকে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। Pan Card এর সাথে Aadhaar এর লিঙ্ক করার সময়সীমা কাছে আসার সাথে সাথে লোকেরা এটি লিঙ্ক করতে ব্যস্ত হয়ে উঠছে। তবে কীভাবে জানবেন যে আপনার প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক করা আছে কি না? এটি জানতে আপনাকে একটি প্রক্রিয়া ফলো করতে হবে। এর মাধ্যমে আপনি আপনার PAN-Aadhaar লিঙ্কের (Pan Aadhaar Link Status) স্টেটাস চেক করতে পারেন। এই খবরে আমরা আপনাদের পুরো প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ বলবো।
আধারের সাথে প্যান লিঙ্ক করার শেষ তারিখ 31 মার্চ 2023। এই তারিখের মধ্যে যদি আপনার PAN কার্ড আধারের সাথে লিঙ্ক না করা হয় তবে এটি অকেজো হয়ে যাবে। অবৈধ প্যান কার্ড ব্যবহার করার জন্য আপনাকে জরিমানা দিতে হবে। এছাড়াও, আপানার অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে।
স্টেপ 1. প্রথমত, আপনাকে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে https://www.incometax.gov.in/iec/foportal/ যেতে হবে।
স্টেপ 2. এর পরে আপনাকে উপরে দেওয়া 'Link Aadhaar Status'-এ ক্লিক করতে হবে।
স্টেপ 3. এখন আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এতে আপনাকে আপনার প্যান নম্বর এবং আধার কার্ড নম্বর লিখতে হবে।
স্টেপ 4. এবার আপনাকে নীচে ডানদিকে দেওয়া View Link Aadhaar Status এ ক্লিক করতে হবে।
স্টেপ 5. যদি আপনার PAN কার্ড আধারের সাথে লিঙ্ক করা না থাকে, তাহলে আপনি "PAN not linked with Aadhaar. Please click the "Link Aadhaar" মেসেজ লেখা আসবে। এর পাশাপাশি, যদি আপনার PAN কার্ড আধারের সাথে লিঙ্ক করা থাকে, তবে আপনি "Your Aadhaar is linked with PAN" মেসেজ দেখতে পাবেন।
আপনি যদি এখনও Pan Aadhaar Card লিংক করিয়ে না থাকেন তাহলে আর আপনার কাছে মাত্র কটাদিন পড়ে আছে। 31 মার্চের মধ্যেই এই কাজ সারতে হবে বলে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সের তরফে জানানো হয়েছে। যাঁরা 31 মার্চের মধ্যে এই কাজ করবেন না তাঁদের পেনাল্টি হিসেবে 1,000 টাকা দিতে হবে। এই Pan Aadhaar লিংক আপনি ইনকাম ট্যাক্সের পোর্টালে গিয়ে করে ফেলতে পারেন।