Aadhaar Card ভারতীয় নাগরিকদের পরিচয় যাচাই করা একটি ডকুমেন্ট। কোনো সরকারী সুবিধা পেতে আধার কার্ড প্রয়োজন হয়। এমন সময়, আপনার বর্তমান মোবাইল নম্বরটি আধারের সাথে লিঙ্ক থাকা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আলাদা-আলাদা মোবাইল নম্বর ব্যবহার করি। কিন্তু কোন মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা তা মনে থাকে না।
আপনিও যদি ভুলে গিয়ে থাকেন যে আপনার আধারের সঙ্গে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক করা তবে এই কয়েকটি কথা জেনে নেওয়া উচিত।
আরও পড়ুন: BSNL 5G আসার আগেই 5 মাসের ভ্যালিডিটি সহ নতুন প্ল্যান লঞ্চ, প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড সুবিধা
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর তরফে আধার কার্ড হোল্ডারদের ইমেল এবং মোবাইল নম্বর যাচাই করার সুবিধা দেয়। আপনি আপনার কোন ফোন নম্বরটি আধারের সাথে লিঙ্ক করেছেন, তা অনলাইনে বাড়ি বসে জেনে নিতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে খোঁজ করবেন।
সবার প্রথম আপনাকে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এখানে উপরের বিকল্পে গিয়ে My Aadhaar-এ ক্লিক করতে হবে।
এখন আপনাকে আধার সার্ভিসের ঠিক নীচে ভেরিফাই ইমেল/মোবাইল নম্বরে ক্লিক করতে হবে।
এবার আধার নম্বর, মোবাইল নম্বর এবং ক্যাপচা লিখুন এবং সাবমিট বোতামে ক্লিক করে দিন।
আপনার দেওয়া নম্বরটি যদি আধারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার তথ্য স্ক্রিনে দেখা যাবে।
যদি আপনার এই নম্বরটি আধারের সাথে লিঙ্ক না থাকে, তবে ওয়েবসাইটের স্ক্রিনে লেখা আসবে।
আরও পড়ুন: সস্তায় 5G স্মার্টফোন নিয়ে আবার হাজির হচ্ছে Motorola, 21 অগাস্ট হবে লঞ্চ