PF Passbook-এর ব্যালেন্স দেখতে চান অনলাইনে? কিংবা SMS-এ? দেখুন পদ্ধতি
আমাদের PF অ্যাকাউন্টে কত টাকা জমা আছে সেটা অনলাইনে দেখা যায়
এই E-Passbook -এ PF অ্যাকাউন্টের সমস্ত লেনদেন দেখা যায়
EPF Passbook দেখার জন্য আপনাকে আপনার UAN নম্বরটা EPFO অফিসিয়াল পোর্টালে রেজিস্টার করতে হবে
Employees Provident Fund Organisation প্রতিটি PF হোল্ডারদের জন্য একটি করে E-Passbook ইস্যু করে। এখানে অর্থাৎ এই EPF Passbook -এ লিংক হয়ে থাকা PF অ্যাকাউন্টের সংকট তথ্য দেখা যায়। সে কন্ট্রিবিউশন হোক বা কত ইন্টারেস্ট পাওয়া গিয়েছে বা কত টাকা তোলা হয়েছে সেটা, সবটাই দেখা যায় এখানে। এই ডিজিটাল Passbook -এ কেউ চাইলে PF ব্যালেন্স ট্র্যাক করা থেকে অফিস কত টাকা দিচ্ছে, আপনার PF অ্যাকাউন্টে কত সুদ জমা পড়ল, ইত্যাদি সব জানা যায়। একই সঙ্গে এটা প্রমাণ হিসেবেও কাজ করে কখনও লোন, ইত্যাদি অ্যাপ্লাই করার প্রয়োজন হলে। তবে তাঁরাই এই E-Passbook দেখতে পান নন্দের UAN নম্বর EPFO পোর্টালে রেজিস্টার করা আছে।
EPFO পোর্টালে কীভাবে UAN নম্বর রেজিস্টার করবেন দেখুন
EPFO ওয়েবসাইটে যান অর্থাৎ epfindia.gov.in
এবার For Employees অপশনে যান যা Our Service বিভাগের মধ্যে আছে।
এবার সেখানে গিয়ে UAN Member E-Sewa অপশনে ক্লিক করুন এবং সাইন ইন করুন।
এবার লগইন পেজে অ্যাক্টিভেট UAN অপশনে ক্লিক করুন যা লগইন ফর্মের নিচে আছে।
এবার আপনার UAN নম্বর দিন, সঙ্গে আপনার নাম, জন্মদিন, মোবাইল নম্বর, ক্যাপচার কোড, সহ সমস্ত তথ্য দিন।
এবার Get Authorization PIN অপশনে ক্লিক করুন।
আপনি এবার একটা OTP পাবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। সেই OTP দিয়ে দিন। এবং সাবমিট অপশনে ক্লিক করুন।
এবার যেই প্রসেস শেষ হবে অমনি আপনি একটা কনফার্মেশন মেসেজ পাবেন।
এবার UAN নম্বর অ্যাক্টিভেট হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেন UAN নম্বর এবং পাসওয়ার্ড সহ।
EPFO পোর্টালে UAN নম্বর রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি আপনার EPF Pasbook ডাউনলোড করতে পারবেন। কিন্তু সেটা রেজিস্ট্রেশনের 6 ঘণ্টা পর থেকে।
অনলাইনে EPF Passbook কীভাবে ডাউনলোড করবেন?
এটার জন্য আপনাকে EPFO পোর্টালে যেতে হবে।
এবার For Employees অপশনে ক্লিক করুন এবং Member Passbook অপশনে যান।
এবার আপনার UAN নম্বর এবং পাসওয়ার্ড দিন।
আপনি এখন আপনার EPF অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখতে পাবেন।
এবার আপনি আপনার এই E-Passbook ডাউনলোড করতে পারবেন।
এটার জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল বছর বেছে নিতে হবে যেটার E-Passbook আপনি ডাউনলোড করতে চান, সঙ্গে ক্যাপচা কোড দিতে হবে।
এবার ডাউনলোড অপশনে ক্লিক করুন।
SMS এর মাধ্যমে কী করে চেক করবেন?
এটার জন্য আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার নম্বরটি EPFO পোর্টালে রেজিস্টার করা আছে।
এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে EPFOHO UAN ENG টাইপ করে সেটাকে 7738299899 নম্বরে পাঠিয়ে দিন।
এই SMS পরিষেবা 10 ভাষায় উপলব্ধ আছে। এগুলো হল ইংলিশ, হিন্দি, তামিল, মারাঠি, বাংলা, কন্নড়, পাঞ্জাবি, তেলেগু, মালায়লাম, গুজরাটি। শেষের তিনটি অক্ষর বুঝিয়ে দেবে আপনি কোন ভাষায় আপনার উত্তর চাইছেন। যেমন HIN লিখলে হিন্দিতে উত্তর পাবেন, PUN লিখলে পাঞ্জাবিতে, BEN লিখলে বাংলায়, ইত্যাদি।
মেসেজ পাঠানোর পর একটু অপেক্ষা করুন। EPFO- এর তরফে আপনাকে SMS এর মাধ্যমে তথ্য পাঠিয়ে দেওয়া হবে যেখানে আপনার PF এর শেষ কন্ট্রিবিউশন সহ ব্যালেন্স এবং KYC তথ্য সবটাই দেখানো হবে।
ফোন নম্বরের সাহায্যে কীভাবে চেক করবেন?
মিসড কল দিয়েও আপনার প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। এটার জন্য আপনাকে 011 22901406 নম্বরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে মিসড কল দিতে হবে।
মিসড কল দেওয়ার পর আপনি একটি SMS পাবেন যেখানে আপনার EPF অ্যাকাউন্টের সব তথ্য দেখতে পেয়ে যাবেন সঙ্গে মূল ব্যালেন্সও।
UMANG অ্যাপের মাধ্যমে কীভাবে চেক করবেন?
এটার জন্য আপনাকে UMANG অ্যাপ ডাউনলোড করতে হবে। এবার অ্যাপ খুলুন এবং EPFO অপশনে ক্লিক করুন।
যদি আপনি প্রথমবার এই অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে এতে রেজিস্টার করতে হবে নিজেকে। এটার জন্য আপনার মোবাইল নম্বর দিতে হবে এবং OTP অপশনে ক্লিক করতে হবে।
OTP পেলে সেটা দিয়ে দিন এবং সাবমিট অপশনে ক্লিক করুন।
এবার একটি Username এবং পাসওয়ার্ড বানান আপনার UMANG অ্যাপের জন্য।
এবার লগইন করে এখানে ভিউ Passbook অপশনে যান।
সেখানে গিয়ে নিজের UAN নম্বর দিন, এবং Get OTP অপশনে ক্লিক করুন।
OTP দিয়ে লগইন করুন। তাহলে আপনি আপনার Passbook এবং তাতে থাকা ব্যালেন্স দেখতে পাবেন।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile