দেশের নাগরিকদের আধার কার্ড হয় একটি। কিন্তু অনেক মানুষেরই ফোন নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় একাধিক। ফলে অনেকেই অনেক সময় ভুলে যায় যে তার আধার কার্ডটি কোন ফোন নম্বর এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক করা। অনেকেই এই সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় অফিস বা ব্যাঙ্ক এ যায়। কিন্তু কয়েকটি সহজ পদ্ধতিতে, আপনি বাড়ি বসেই সহজে জানতে পারবেন যে আপনার আধার নম্বরটি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটির সাথে লিঙ্ক করা।
UIDAI দেশের নাগরিকদের নিজস্ব আধার কার্ড লক করার সুবিধা দেয়। কোনো ভাবে আপনার আধার কার্ডটি হারিয়ে গেলে যাতে অন্য কেউ সেই কার্ড ব্যবহার করে আপনার কোনো ক্ষতি না করতে পারে তার জন্য শীঘ্রই আধার কার্ড লক করা অত্যন্ত জরুরি। আধার লক করার জন্য প্রথমে আপনার আধার নম্বরের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরটি দিয়ে 1947 নম্বরে একটি মেসেজ পাঠাতে হবে, যাতে লেখা থাকবে “GETOTP”। মেসেজ পাঠানোর কিছুক্ষণের মধ্যেই OTP ঢুকে যাবে সেই ফোন নম্বরে। এবার এই OTP "LOCKUID আধার নম্বর" লিখে আবার 1947 নম্বরে মেসেজ করতে হবে। এই পদ্ধতিতে আপনি আপনার আধার নম্বর লক করতে পারবেন।