দেশে যেকোনো সরকারী কাজ করতে আপনার আধার কার্ড প্রয়োজন হয়ে। যেখানেই আপনি আপনার আধার কার্ড ব্যবহার করেন, তার একটি হিস্ট্রি (Aadhaar Card History) তৈরি হয় যায়। এখান থেকে আপনি জানতে পারেন যে আপনার আধার কার্ড কোথায় এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি, আপনি এটাও জানতে পারবেন যে আপনার আধার কার্ড অন্য কেউ ব্যবহার করছে কিনা!
এই হিস্ট্রি থেকে আপনি জানতে পারবেন যে আপনার আধার কার্ড কোথায় ব্যবহার করা হয়েছে। আসুন কীভাবে অনলাইনে চেক করবেন।
আরও পড়ুন: OnePlus 12 Price Leaked: লঞ্চের আগেই আপকামিং ওয়ানপ্লাস 12 স্মার্টফোনের দাম ফাঁস, জানুন কত হবে
সবার প্রথম আপনাকে uidai ওয়েবসাইট https://uidai.gov.in/ যেতে হবে। এখানে আপনি Aadhaar Authentication History বিকল্প দেখতে পারবেন। এই বিকল্পে ক্লিক করে আপনি My Aadhaar সেকশন দেখতে পারবেন। এবার আপনি https://resident.uidai.gov.in/aadhaar-auth-history এই লিঙ্কে ক্লিক করে সরাসরি যেতে পারেন।
এবার এখানে আপনার আধার নম্বর চাওয়া হবে। এখানে আপনার 12 সংখ্যার আধার নম্বর দিতে হবে এবং সিকিউরিটি ক্যাপচা ভরে সেন্ড OTP বিকল্পে ক্লিক করুন। এর পরে আধারের সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
OTP দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে কখন এবং কোথায় আপনার আধার কার্ড ব্যবহার করা হয়েছে। তবে বলে দি এই রেকর্ডটি শুধু গত ছয় মাসের দেখা যাবে।
আরও পড়ুন: itel A70 Sale: 256GB স্টোরেজ সহ সবচেয়ে সস্তা ফোনের আজ প্রথম বিক্রি, অফার মিস করা যাবে না!