HIGHLIGHTS
অনলাইন এপ্লিকেশনের জন্য আপনার Aadhaar card-এর সঙ্গে Ration Card লিঙ্ক থাকা জরুরি
Ration Card-এ দেওয়া ভুল নিমিষেই ঠিক করা যাবে অনলাইনে
রেশন কার্ডের ভূল সংশোধন করার জন্যে অনেকেই সরকারি অফিসে যান
Digital Ration Card-এ অনেক মানুষেরই ভুল ডেটা দেওয়া থাকে। কখনো নিজের ডিটেইলস কখনও পরিবারের অন্য সদস্যের ডিটেইলস ভুল দেওয়ার কারণে রেশন কার্ডেও ভুল ডিটেইলসই চলে আসে। এছাড়াও নতুন কোথাও শিফট হলে অথবা নতুন বাড়ি বানালে নতুন ঠিকানাও সরকারি কার্ডগুলিতে ঠিক করাতে হয়। ঠিকানা ঠিক না করালে অনেকসময় রেশন কার্ড রিলেটেড অনেক সমস্যায় পরতে হয়। রেশন কার্ডের ভূল সংশোধন করার জন্যে অনেকেই সরকারি অফিসে যান, তবে এখন এই কাজটি খুব সহজেই বাড়িতে বসেই করা সম্ভব। কীভাবে? ভাল করে দেখে নিন স্টেপগুলি-
Digital Ration Card-এর ডকুমেন্ট সংশোধনের পদ্ধতি:
- আপনার ফোনে / কম্পিউটারে ঠিকঠাক ইন্টারনেট ব্যবস্থা থাকলে খুব সহজেই কাজটি করা যাবে-
- প্রথমে আপনার ব্রাউজারে https://www.wbpds.gov.in/ -এই লিঙ্কে ক্লিক করে পশ্চিমবঙ্গ সরকারের Food and Supplies Department -এর ওয়েবসাইটে যান।
- ওয়েবসাইটটি খুললে বাঁ দিকের ওপরে থাকা ‘Ration Card’ অপশনটিতে ক্লিক করুন।
- এবার তার নীচ থেকে সিলেক্ট করুন ‘Apply Online’ অপশনটি।
- এরপরই আসবে‘Apply for correction of details in existing Ration Card (ফর্ম – ৫)' অপশন। এতে ক্লিক কর…।
- অপশনটিতে ক্লিক করলে একটা নতুন উইনডো আপনার স্ক্রিনের সামনে খুলে যাবে।
- এখানে আপনাকে, আপনার যে নম্বরটি আপনার রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করেছিলেন, এখানে সেই নম্বরটিই দিতে হবে।
- এর পর ‘Get OTP’ অপশনে ক্লিক করুন।
- মোবাইলে যে OTP আসবে, সেই OTP লিখে ‘proceed’ বাটনে ক্লিক করতে হবে।
- আপনি যদি প্রথম বার লগ ইন করার চেষ্টা করেন, তা হলে আপনার কাছে রেশন কার্ডের ডিটেইলস বা যাবতীয় ডেটা সাইটটি চাইতে পারে।
- এর পর আপনার কম্পিউটার/মোবাইল স্ক্রিনে আপনার পরিবারের সদস্যদের নাম উঠে আসবে।
- অনলাইন এপ্লিকেশনের জন্য আপনার Aadhaar card-এর সঙ্গে Ration Card লিঙ্ক করানো কম্পালসরি।
- আগের স্টেপগুলি ঠিকঠাক করার পর, স্ক্রল করে স্ক্রিনের একেবারে নীচের দিকে চলে আসুন।
- সেখানে ‘Apply Form 5’ লেখা একটি অপশন থাকবে। তার নীচে ‘Apply now’ বাটনে ক্লিক করতে হবে আপনাকে।
- এর পর আপনার স্ক্রিনে একটি নতুন উইনডো খুলে যাবে। এখানে আপনার নিজের বা পরিবারের সদস্যের নাম বা অন্যান্য ডকুমেন্টে যা যা ভুল আছে, তা ঠিক করে নিতে পারবেন।
- এ বার স্ক্রিনে নীচের দিকে স্ক্রল করলে ''next" বাটন পাবেন, এতে ক্লিক করুন।
- এখানে একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজে আপনার করা সংশোধনগুলি দেখা যাবে।
- ডেটা কারেকশন ঠিকঠাক হয়েছে কিনা তা চেক করে নিয়ে নীচের দিকে থাকা চেক বক্সের পাশে টিক করুন।
- এর পর ‘proceed’ বাটনে ক্লিক করুন।
- এই সময়ে আরও একটি পেজ খুলবে সেটির চেক বক্সেও ক্লিক করতে হবে আপনাকে।
- এর পর ‘Get OTP’ বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে যে OTP আসবে, তা ঠিক জায়গায় লিখে ফেলুন।
- এরপর 'Submit OTP' অপশনে ক্লিক করবেন।
- এরপর একটি নতুন পেজে দেখাবে, যে আপনার ফর্মটি submited।
Digital Ration Card-এর ঠিকানা বদলের পদ্ধতি:
এখন অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের ডকুমেন্ট কারেকশনের পাশাপাশি ঠিকানা বদলও করা যায়। দেখে নিন আপনাকে কী কী করতে হবে-
- এর জন্য প্রথমেই আপনাকে www.Pdsportal.Nic.In এ ক্লিক করে পিডিএস পোর্টালে ভিজিট করতে হবে।
- এই ওয়েবসাইটে ঢুকলে নির্দিষ্ট রাজ্যের তালিকা দেখতে পাবেন। এবা্র আপনি নিজের রাজ্য সিলেক্ট করলে একটি নতুন পেজ খুলে যাবে।
- রাজ্য সিলেক্ট করার পাশাপাশি নিজের ID এবং পাসওয়ার্ড ঠিক মতো দিতে হবে এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হবে।
- এরপরে ‘submit’ অপশনে ক্লিক করতে হবে।
- ঠিকানা বদল করার জন্য নিজের এপ্লিকেশনের এক কপি প্রিন্ট অবশ্যই করে রাখবেন।
- Digital Ration Card-এর ঠিকানা বদলের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
- রেশন কার্ডে নতুন ঠিকানা আপডেট করার জন্য কয়েকটি ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি না থাকলে ঠিকানা পরিবর্তন করা কিছুটা শক্ত হয়ে দাঁড়াবে। দেখে নিন আপনার কাছে এইসকল ডকুমেন্টস আছে কী না-
- তিনটি পাসপোর্ট সাইজের ছবি।
- যে ঠিকানা এখন যোগ করতে চাইছেন, সেই নতুন ঠিকানার প্রমাণপত্র।
- আপনি যদি নিজে বাড়ি তৈরি করেন বা বাড়ি কেনেন, তা হলে আপনার রিসেন্ট ট্যাক্সের বিল।
- আপনি যদি অন্য কোনও বাড়িতে ভাড়া চলে যান, তা হলে সেই নতুন ভাড়া বাড়ির ভাড়ার বিল।
রেশন কার্ডের কোনও ভুল ডিটেইলস সংশোধন হোক বা ঠিকানা বদল, এভাবেই কয়েকটি স্টেপ ঠিকঠাক ফলো করলে আপনি এই গুরুত্বপূর্ন কাজগুলি খুব সহজেই করে নিতে পারবেন অনলাইনে।