digit zero1 awards

ন্যাজাল ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে চান? দেখুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সহজ পদ্ধতি

ন্যাজাল ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে চান? দেখুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সহজ পদ্ধতি
HIGHLIGHTS

এখন হাসপাতালেই মিলছে ন্যাজাল ভ্যাকসিনের বুস্টার ডোজ

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাচ্ছে বুস্টার ডোজ নেওয়ার জন্য

করোনার হাত থেকে বাঁচতে কোভিড টিকার পর অবশ্যই বুস্টার ডোজ নিন

ভারতে সেভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও চিনে আরও একবার সক্রিয় হয়ে উঠেছে করোনা। তাই দেশে যতই প্রভাব কম থাক, মন থেকে আতঙ্ক বা সাবধানতা কোনওটাই মুছে ফেলবেন না। করোনার BF.7 তীব্র গতিতে চিনে ছড়িয়ে পড়ছে। তবে কেবল চিন নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা সহ একাধিক দেশেই এই রোগ হুহু করে ছড়াচ্ছে। তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করতে ভারত সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। করোনার সঙ্গে মোকাবিলা করার জন্য সকলকে কোভিডের টিকা নিতে বলা হচ্ছে। জোর দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশন পদ্ধতিতে।

কেন্দ্রীয় সরকার ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে সম্প্রতি। তাই এখন সহজেই নাক দিয়ে এই টিকা নেওয়া যাবে। যাঁরা ইতিমধ্যেই করোনার টিকা নিয়েছেন তাঁদের সকলকে বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আর সেই বুস্টার ডোজ হিসেবে ভারত বায়োটেক -এর এই ন্যাজাল ভ্যাকসিন নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকে এই ভ্যাকসিন নেওয়া যাবে।

এবার দেখে নেওয়া যাক কারা কারা এই ভ্যাকসিন নিতে পারবেন?

সবাই কি ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন? এই প্রশ্ন যদি করা হয় তাহলে উত্তর হবে না। যাঁদের ১৮ বছর হয়ে গিয়েছে তাঁরা সকলেই INCOVACC ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন। ইতিমধ্যেই যাঁরা কোভ্যাকসিন বা কোভিশিল্ডের দুটি ডোজ নিয়েছেন তাঁরা তৃতীয় ডোজ হিসেবে এই টিকা নিতে পারবেন।

কত দাম এই ভ্যাকসিনের? কোথা থেকেই বা কেনা যাবে? 

INCOVACC ন্যাজাল ভ্যাকসিনের দাম 800টাকা। যদিও বেসরকারি হাসপাতাল থেকে যদি এই টিকা আপনি নেন তাহলে তার সঙ্গে আপনাকে অতিরিক্ত 5% GST দিতে হবে। সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল থেকেই নাগরিকরা এই টিকা পেয়ে যাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য CoWin অ্যাপের সাহায্য নিতে পারে। এক্ষেত্রে আর সূঁচ ফোটানোর ভয় থাকবে না।

Nasal vaccine

এখন জেনে নেওয়া যাক সব থেকে জরুরি তথ্য, কী করে অনলাইনে এই ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে? 

বেসরকারি হাসপাতাল থেকে নাগরিকরা এখন এই টিকা পেয়ে যাবেন। তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। সেটা ঘরে বসেই সম্ভব। CoWin অ্যাপ থেকে এই টিকার অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। এটার জন্য সবার আগে আপনাকে CoWin অ্যাপ বা তার ওয়েবসাইট অর্থাৎ Cowin.gov.in -এ যেতে হবে। এবার আপনাকে সেখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে। সেটা দিয়ে লগইন করুন। লগইন করার জন্য OTP দিন।

লগইন করার পর দেখবেন ভ্যাকসিন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন, সেখানে বুস্টার ডোজ বলে যে অপশন আছে সেটাকে ক্লিক করুন। তবে খেয়াল রাখবেন এই বুস্টার ডোজ নেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন আপনার যেন আগের দুটি টিকা নেওয়া থাকে। আর শেষ টিকার পর যেন অন্তত 9 মাস কেটে গিয়েছে।

এবার আপনার পিন কোড দিন, আর আপনার বাড়ির কাছের কোন সেন্টারে এই টিকা দিচ্ছে দেখে নিন। তারপর পছন্দের দিন এবং সময় বেছে নিন। যেদিন বাছবেন সেদিন নির্দিষ্ট সময় গিয়ে এই বুস্টার ডোজ নিয়ে আসবেন। টিকা নেওয়া হয়ে গেলে সাইট থেকেই সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo