HIGHLIGHTS
PAN Card এখনও তৈরি না করা থাকে তবে আপনি মাত্র ১০ মিনিটে বাড়িতে বসেই প্যান কার্ড তৈরি করিয়ে নিতে পারবেন
আয়কর বিভাগ একটি নতুন সুবিধা চালু করেছে যার আওতায় আধার কার্ডের সাহায্যে মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করা যেতে পারে
সবার প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের e-Filing পোর্টালে যেতে হবে
আধার কার্ড, ভোটার কার্ডের মতই প্যানকার্ড আজকের দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলির মধ্যে একটি। সমস্ত রকমের আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, চাকরি বা সার্ভিসের জন্য প্যানকার্ড খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া সমস্ত রকমের সরকারি ও বেসরকারি কাজে প্যান কার্ড লাগে। তবে এই করোনা কালে বাইরে না বেরিয়েও বাড়ি থেকেই প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করা সম্ভব। এর জন্য রয়েছে ইনকাম ট্যাক্স বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট। আপনিও যদি অনলাইনে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তবে দেখে নিন –
কীভাবে অনলাইনে প্যানকার্ডের জন্য অ্যাপ্লাই করবেন-
অনলাইনে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে প্রথমে-
- ইনকাম ট্যাক্সের যে কোনও একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- সেখানে অনলাইন অ্যাপ্লাইয়ের অপশন থাকবে।
- সেখানে Application Type –এ New Pan অপশনে ক্লিক করবেন।
- Category তে Individual অপশনটি বেছে নেবেন।
- এরপর নীচে Applicant Information –এ প্রয়োজনীয় ডিটেলস গুলি ভরবেন।
- ক্যাপচা ইনপুট করে সেভ করবেন।
- এরপর অথেনটিকেশনের জন্য তিনটি অপশন আসবে- Authentic Via Aadhar, Scan Documents with e –sign, physically submit documents
- অনলাইনে প্যান কার্ড অ্যাপ্লাইয়ের জন্য সবসময়ই আধার ভেরিফিকেশকে বেছে নেওয়া হয়। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারকে অবশ্যই আধার কার্ডে রেজিস্টার থাকতে হবে।
- আধারনাম্বার সহ সমস্ত ডিটেলস দেবার পর Next অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ডেট অফ বার্থ, নাম , ঠিকানা সহ সমস্ত তথ্য ইনপুট করতে হবে।
- এরপর AO কোড সিলেক্ট করে Next অপশনে ক্লিক করতে হবে।
- এরপর বয়স ও ঠিকানা প্রুফ হিসেবে যে ডকুমেন্ট গুলো দেওয়া হয়েছে তা ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে প্রয়োজনীয় ইনফরমেশন ইনপুট করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- যার ফলে প্যানকার্ডের জন্য পেমেন্ট করার পেজ খুলে যাবে।
- ভারতীয় নাগরিকদের প্যানকার্ড তৈরির জন্য 120 টাকা মতন পেমেন্ট করতে হয়।
- এরপর ভেরিফিকেশনের জন্য তিনটি অপশন আসবে – Aadhar OTP, Submit documents via e-sign, physically send documents।
- অনলাইন প্যান অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই Aadhar OTP অপশনকেই বেছে নেওয়া হয়। আপনি আপনার প্রয়োজনমতো অপশন সিলেক্ট করতে পারেন।
- এরপর আপনার ইমেইল আইডিতে প্যানকার্ডের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে একটি অ্যাকনলেজমেন্ট লেটার যাবে।
- অ্যাপ্লিকেশন কমপ্লিট হবার 15-20 দিনের মধ্যেই আপনার কাছে প্যান কার্ডের হার্ড কপি কুরিয়ার হয়ে যাবে।
কীভাবে প্যানকার্ড কবে ডেলিভারি হবে তা ট্র্যাক করবেন-
অনেকসময়েই দেখা যায় যে প্যান কার্ড ঠিকানায় আসতে 15-20 দিনের বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি অনলাইনে নিজের প্যান কার্ডের অবস্থান ট্র্যাক করতে পারেন। সেজন্য আপনাকে-
- গুগলে track pan লিখে সার্চ করতে হবে।
- এরফলে ইনকাম ট্যাক্সের একটি track pan কি ওয়ার্ড নির্ভর একটি ওয়েবসাইট শো করবে।
- সেই ওয়েবসাইট ওপেন করে 15 ডিজিটের অ্যাকনলেজমেন্ট নাম্বার ইনপুট করতে হবে।
- এরপর ক্যাপচা ইনপুট করলে আপনার প্যান কার্ডের স্ট্যাটাস শো করবে।
- আপনার প্যান কার্ড ইন-প্রসেস নাকি ডেলিভারির জন্য রওনা দিয়েছে তা জানা যাবে।