এভাবে Paytm য়ের মাধ্যমে FasTag নিন, স্টেপ বাই স্টেপ গাইড

এভাবে Paytm য়ের মাধ্যমে FasTag নিন, স্টেপ বাই স্টেপ গাইড
HIGHLIGHTS

টোল ট্যাক্সে FasTag দরকার হবে

1 ডিসেম্বর পর্যন্ত এটি ফ্রিতে পাওয়া যাবে

এটি আপনারা Paytm য়ের মাধ্যমেও নিতে পারেন

এর মধ্যে আমরা আপনাদের আমাদের আর্টিকেলের মাধ্যমে FasTag কি তা জানিয়েছি আর এর সঙ্গে আপনাদের এর আগে এও বলেছি যে সম্প্রতি জানানো হয়েছে যে এই ট্যাগ 1 ডিসেম্বর পর্যন্ত ফ্রিতে সারা দেশের পেট্রোল পাম্প গুলি থেকে পাওয়া যাবে।

আর আজকে এখানে আমরা আপনাদের জানাব যে কি করে আপনারা Paytm য়ের মাধ্যমে FasTag নিতে পারবেন।

FasTag য়ের মাধ্যমে এবার থেকে জাতীয় সরকে টোল ট্যাক্সের লম্বা লাইনের হাত থেকে রেহাই পাওয়া যাবে। মানে এবার এই ট্যাগ আপনার গাড়িতে থাকলে টোল ট্যাক্সের লম্বা লাইনে আপনাদের আর দাঁড়াতে হবে না। আর আপনারা নিশ্চিন্তে কম সময়ে ড্রাইভ করে এগিয়ে যেতে পারবেন আর এর সঙ্গে আপনদের সময়ও বাঁচবে।

এভাবে Paytm য়ের মাধ্যমে FasTag অ্যাক্টিভেট করুন

  • প্রথমে পেটিএমে গিয়ে FasTga সার্চ করুন আর সেখানে FasTag অপশানে ক্লিক করুন।
  • আর এবার পেটিএমে FasTag অপশানে গিয়ে আনারা নিজদের গাড়ির জন্য ফাস্ট্যাগ কিনতে পারবেন।

  • আর এবার এখানে আপনাদের RC আপলোড করতে হবে আর সেখানে আপনাদের ঠিকানা বাঁচবে আর সেখাএন FasTag কার্ড আসবে।
  • Paytm য়ে FasTag য়ে 500 টাকা নিচ্ছে আর এর মধ্যে 100 টাকা, 250 টাকা সিকিউরিটি ডিপোজিট আর 150 টাকার মিনিমাম ব্যালেন্স রাখতে হবে।

  • আর এর সঙ্গে আপনারা একাধিক ব্যাঙ্কের অ্যাপ থেকেও ফাসট্যাগ কিনতে পারেন।

তবে আপনাদের আবার মনে করিয়ে দি যে 1 ডিসেম্বর পর্যন্ত এই FasTag আপনারা ফ্রিতে পাবেন।

FASTAG য়ের জন্য কি কি ডকুমেন্ট দরকার হবে

  • এই ট্যাগ পাওয়ার জন্য গ্রাহকদের কিছু ডকুমেন্ট দিতে হবে।
  • এগুলি হল
  • গাড়ির রেজিস্ট্রেশান সার্টিফিকেট
  • গাড়ি মালিকের পাসপোর্ট সাইজ ছবি
  • ড্রাইভাইং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি যে কোন KYC ডকুমেন্ট
Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo