HIGHLIGHTS
এভাবে অনলাইনে সাইবার ক্রাইমের অভিযোগ করুন
এখন ইন্টারনেটে শুধু গুগল সার্চ বা সোশাল মিডিয়ার জন্য নয় বরং একাধিক কাজের জন্য ইন্টারনেট ব্যাবহার করা হয়। এখন গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে ব্যাঙ্কিং, ক্যাব বুকিং, শপিং ইত্যাদি কাজ করেন। ইন্টারনেটে অনেক কাজ সহজে করা যায়। আর অনলাইন স্ক্যাম ইত্যাদিও এতে বেশি হয়। আর এই ভাবে এই ধরনের অভিযোগের জন্য ভারত সরকার অনলাইন সাইবার ক্রাইম ক্যাপেল্ট পোর্টাল লঞ্চ করেছে আর এখানে আপনারা আপনাদের অভিযোগ জমা করতে পারবেন।
কি করে অনলাইনে সাইবার ক্রাইমের অভিযোগ করবনে
- সবার আগে https://cybercrime.gov.in/ য়ে গিয়ে সেখানে ফাইল কালেক্ট বটনে ক্লিক করুন।
- আর এবার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাক্সেপ্ট করুন।
- আর এখানে এবার ‘রিপোর্ট আদার সাইবারক্রাইম’ বটনে ক্লিক করুন।
- আর এখানের সিটিজেন লগ ইন অপশান বাছুন আর এখানে দরকারি জিনিস যেমন রাজ্য, ইউজার নেম আর মোবাইল নাম্বার দিন।
- আর এবার আপনারা OTP পাবেন যা এখানে দিতে হবে আর সঙ্গে ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে।
- আর পরের পেজে আপনারা একটি ফর্মে ডিটেলস দিতে হবে। এখানে এই ফর্মের চারটি পার্ট আছে সেখানে ইন্সিডেন্ট ডিটেল,সাস্পেক্ট ডিটেল, কপ্লেট ডিটেল আর প্রিভিউ আছে।
- আর এখানে ইন্সডেণ্ট ডিটেল পেজে আপনাদের কমপ্লিট করতে হবে, আর এর পরে সাব ক্যাটাগরি, প্রক্সিমেট ডেট অ্যান্ড টাইম, রিপোর্টিং দেরি করার কারন এই সব দিতে হবে।
- আপনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ডিটেল, ওয়েবসাইট URL ইত্যাদি দিতে হতে পারে আর ক্রাইম সাপোর্টিং এভিডেন্স বিষয়ে তথ্য দিতে হবে।
- আর এবার সেভ অ্যান্ড নেক্সট বটনে ক্লিক করুন।
- এর পরে সাস্পেক্টেড ডিটেল দিন সেখানে নিজের নাম আইডেন্টিটি প্রুফ আর ঠিকানা ইত্যাদি দিতে হবে।
- সম্পূর্ণ ডিটেলে নিজের নাম, ঠিকানা, ছবি ইত্যাদি দিতে হবে আর এর পরে পরে স্টেপে যেতে হবে।
- আর এবার নিজের দেওয়া তথ্য কনফার্ম করুন আর এখানে দেখতে হবে যে এই সব কিছু সঠিক ভাবে দেওয়া হয়েছে কিনা। আর এর পরে কনফার্ম অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করুন ।
- আর এবার আপনি PDF বটনে ক্লিক করে নিজের অভিযোগ PDF ফাইলে ডাউনলোড করতে পারবেন।