আমরা এখানে আপনাদের এমন একটি উপায়ের কথা বলব যাতে আপনারা এধরনের মেল ব্লক করতে পারবেন, আর এর পরে এধরনের মেল ডিলিট করতে আপনাকে আর সময় নষ্ট করতে হবেনা
বেশিরভাগ ইমেল ইউজার্সরা এধরনের সমস্যার সম্মুখীন হন। লোকেদের মেল অ্যাকাউন্ট অপ্রয়োজনীয় ইমেলে ভরে যায়। আর এই মেল গুলি ডিলিট করতে গিয়ে অনেক সময় দরকারি ইমেলও ডিলিট হয়ে যায়। আমরা এখানে আপনাদের এই সব ইমেল ডিলিট করার কিছু উপায় বলব। যা ডিলিট করার জন্য আপনার সময় নষ্ট হবেনা। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট
১। নিজের জিমেল অ্যাকাউন্ট খোলার পরে আপনি উপরে সাইড কর্নারে সার্চ বটনের সামনে অ্যারোর সাইন দেখতে পাবেন।
২। এর পরে আপনি একটি ফর্মের সেকশান দেখতে পাবেন সেখানে যে ইমেল আইডি আপনি ব্লক করতে চান তা মেনশান করুন।
৩। এই ফর্মে নিচের দিকে সাইড কর্নারে ক্রিয়েট ফাইলের অপশান আছে, তাতে ক্লিক করুন, ডিলিট ইট চেক করুন।
৪। এর পরে আপনি আবার ক্রিয়েট ফিল্টারের ওপর ক্লিক ক্রে চেক করতে পারবেন যে সেই ইমেল আইডি থেকে আপনি সব মেল ট্র্যাশ ফোল্ডারে চলে যাবে আর 30 দিন পরে ডিলিট হয়ে যাবে। এর পরে আপনি ওই আইডি থেকে আসা মেলের আর কোন নোটিফিকেশানও পাবেন না।
৫। কোন ইমেল আইডি ব্লক করার জন্য আপনি আরও একটি কাজ পারেন। তার জন্য আপনি যখন সেই মেলটি খুলবেন তখন সেখানে সাইডে একটি ডাউন অ্যারো দেখা যাবে তার ওপর ক্লিক করে আইডি ব্লক করার অপশান পাবেন, সেখান থেকে আপনি এটি ব্লক করতে পারবেন।
আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট