এভাবে অনলাইনে সহজেই পাসপোর্ট অ্যাপ্লাই করুন
By
Digit Bangla |
Updated on 18-Feb-2020
HIGHLIGHTS
অনলাইনে পাসপোর্টের অ্যাপ্লিকেশান করা যায়
এখানে সেই বিষয়েই ডিটেলে বলা হয়েছে
পাসপোর্ট দেশের বাইরে যাওয়ার জন্য একটি দরকারি নথি, এটি দেশের সরকার দেয় এটি আন্তর্জাতিক স্তরে দেশের পরিচয় প্রদান করে। পাসপোর্টে গ্রাহকের নাম, ডেথ অফ বার্থ, ছবি, বাড়ির ঠিকানা ইত্যাদি থাকে আর এটি একটি দরকারি ডকুমেন্ট।
ভারতে কি করে পাসপোর্ট পাবেন?
- যখন কেউ পাস্পোর্টের জন্য অ্যাপ্লাই করে তখন তাদের আঞ্চলিক পাসপর্ট কেন্দ্রে বা পাসপোরট সেভা কেন্দ্রে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। আর এই পাসপোর্ট সেভা কেন্দ্রর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে পাসপোর্ট অ্যাপলাই করতে হয় আর সেখানে যে ফর্ম দেওয়া হয় তা ফিল করে টাকা দিতে হয়। আর এক বার অ্যাপয়েন্টমেন্ট বুক হলে পরে গ্রাহকরা ARN রসিদ পাবেন আর তার পরে তাদের পাসপোর্ট অ্যাপ্লাই প্রক্রিয়া শেষ হয়।
- অনলাইনে কি করে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন?
- ই ফর্ম সাবমিশানের মাধ্যমে পাসপোর্টের নতুন ভাবে আবেদন করতে পারবেন আর এর জন্য পাসপোর্ট সেভা পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশান করুন।
- রেজিস্ট্রেশানের পরে পাসপোর্ট পোর্টালে লগ ইন করুন।
- পাস পোর্টে নতুন নতুন ভাবে ই ফর্ম ডাউনলোড করুন।
- ডাউনলোড করা ই ফর্ম ফিল করে ভ্যালিডেট অ্যান্ড সেভ বটনে ক্লিক করুন। আর একটি XML ফাইল বানিয়ে দেবে যা পরে ব্যাবহার করা হবে।
- XML ফাইল আপলোড ই ফর্মের মাধ্যমে আপলোড করুন। আর এটি PDF ফর্মে আপলোড করবেন না কারন সিস্টেম শুধু XML ফাইল নেয়।
- পাসপোর্ট নতুন বা রিনিউ করার জন্য ফর্ম আপলোড করার পরে পাসপোর্ট সেবা কেন্দেরর ‘টাকা আর” লিঙ্ক য়ে ক্লিক করুন।
- পাসপোর্ট সেবা কেন্দ্রে খুঁজুন আর নিজের PSK বাছুন।
- বুকিংয়ের পরে আপনার ক্রেডিট/ ডেবিট কার্ড (মাস্টার আর ভিজা), ইন্টারনেট ব্যাঙ্কিং (ভারতীয় স্টেট ব্যাঙ্ক) আর আইসিআইসি ব্যাঙ্ক শুধু) বা SBI ব্যাঙ্কের চালানের মাধ্যমে অনলাইনে টাকা দিন।
- আর আপনারা অনলাইন ফি ক্যালকুলেটারের মাধ্যমে পাসপোর্ট পরিষেবার জন্য শুল্ক দিতে হতে পারে।
- গ্রাহকদের অ্যাপ্লিকেশান রিসিভিং নাম্বারের প্রিন্ট নিতে পারেন আর এতে অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার(ARN) বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার থাকবে।
- পাসপোর্ট পরিষেবা কেন্দ্র তে গিয়ে এখানে আসল ডকুমেন্টের সঙ্গে বুকিং করা আর ওয়েবসাইটের নতুন ইউন্ডোতে খুলে ডেথ অফ বার্থয়ের প্রমান পত্র, ফটোর সঙ্গে পরিচয় পত্র, বাড়ির ঠিকানার প্রমান আর জাতীয়তার প্রমান ইত্যাদি বিষয়ে জানাতে হবে।
পাসপোর্টের জন্য অনলাইন ফর্ম সাবমিশান
- অনলাইন ফর্ম সাবমিশানের মাধ্যমে পাসপোর্টের জন্য নতুন ভাবে বা আবার আবেদন করতে হবে। গ্রাহকদের পাসপোর্ট সেবা পোর্টালে রেজিস্ট্রি করতে হবে।
- রেজিস্ট্রি করার পরে পাসপোর্ট সেবা পোর্টালে লগ ইন করুন।
- Apply for Fresh Passport or Reissue of Passport লিঙ্কে ক্লিক করুন।
- ফর্মে আবশ্যক বিবরণ সাবমিট করুন।
- পাসপোর্টের নতুন নতুন ফর্ম জমা করার পরে পাসপোর্ট সেবা কেন্দ্রর জন্য “টাকা আর অন্যান্য জিনিস’ লিঙ্কে ক্লিক করুন।
- পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) র জায়গায় নিজেদের PSK বাছুন।
- বুকিংয়ের পরে আপনার ক্রেডিট/ ডেবিট কার্ড (মাস্টার কার্ড আর ভিসা) , ইন্টারনেট ব্যাঙ্কিং (ভারতীয় স্টেট ব্যাঙ্ক আর আইসিআইসি ব্যাঙ্ক শুধু) বা SBI য়ের চালান কেটে পেমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে।
- আপনার অনলাইন ফি ক্যালকুলেটারের মাধ্যমে পাসপোর্ট সেয়া কেন্দ্রের শুল্ক জানতে পারবেন।
- গ্রাহকদের অ্যাপ্লিকেস্বহান রিসিভিং নাম্বারের প্রিন্ট নেওয়া যাবে আর এতে অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার (ARN) বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার থাকবে।
- পাসপোর্ট পরিষেবা কেন্দ্র তে গিয়ে এখানে আসল ডকুমেন্টের সঙ্গে বুকিং করা আর ওয়েবসাইটের নতুন ইউন্ডোতে খুলে ডেথ অফ বার্থয়ের প্রমান পত্র, ফটোর সঙ্গে পরিচয় পত্র, বাড়ির ঠিকানার প্রমান আর জাতীয়তার প্রমান ইত্যাদি বিষয়ে জানাতে হবে।