Aadhaar কার্ডের সঙ্গে অন্যান্য নথি লিংক করা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার। এই কাজের জন্য বেঁধে দেওয়া হচ্ছে সময়সীমাও। এতদিন পর্যন্ত Pan Aadhaar লিংকের মতো, Aadhaar Ration কার্ড লিংকের সময়সীমা 31 মার্চ রাখা হয়েছিল। তবে এখন সেটাকে বাড়িয়ে 30 জুন করা হল। এমনটাই ডিপার্টমেন্ট অব ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফে জানানো হয়েছে।
রেশন কার্ড নাগরিকদের দেওয়া হয়ে থাকে যাতে তাঁরা ন্যায্য মূল্যে খাবার এবং জ্বালানি কিনতে পারেন। পাসপোর্ট বা প্যান কার্ড ছাড়াও রেশন কার্ড আমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজে লাগে।
অনেক সময় দেখা যায় একজন নাগরিক যিনি স্বচ্ছল তিনি তাঁর অধিকারের তুলনায় বেশি খাদ্য শস্য পাচ্ছেন তাঁর থেকে যাঁর এটার বেশি প্রয়োজন। এবার সেই জিনিসটা আটকানোর জন্য সরকারের তরফে Aadhaar এবং রেশন কার্ড লিংক করার কথা বলছে যাতে একজন নাগরিকের কাছে একটাই রেশন কার্ড থাকে। যাঁদের ইনকাম বেশি তাঁরা যাতে এই কার্ড না পান সেটার দিকেও লক্ষ্য রাখতে সাহায্য করবে এই কাজ। ফলে যাঁরা গরীব, যাঁদের এই সাহায্যের প্রয়োজন আছে তাঁরাই কেবল রেশনের সুবিধা পাবেন। আর Aadhaar Ration কার্ড লিংক হয়ে গেলে ডুপ্লিকেট কার্ড বানানো যাবে না আর। এর ফলে রেশনকে ঘিরে যাঁরা নানা অসাধু ব্যবসা ফেঁদে বসেছেন তাঁদের সেই কাজকর্মকে আটকানো যাবে।
এবার দেখুন কীভাবে আপনার Aadhaar কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করবেন।
1. সবার আগে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পোর্টালে যান।
2. এবার আপনার আধার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে দিন।
3. এবার কন্টিনিউ অপশনে ক্লিক করুন।
4. এবার দেখুন আপনি একটি OTP পাবেন।
5. সেই OTP দিয়ে দিন এবং লিংক Ration কার্ড এবং Aadhaar কার্ড অপশনে ক্লিক করুন।
1. এটার জন্য আপনাকে আপনার পরিবারের সবার আধার এবং রেশন কার্ডের জেরক্স করতে হবে এক কপি করে।
2. আপনার Aadhaar যদি ব্যাংকের সঙ্গে লিংক করা না থাকে তাহলে ব্যাংকের পাসবইয়ের জেরক্স করান।
3. এবার পরিবারের যিনি প্রধান তাঁর একটি পাসপোর্ট সাইজের ছবি নিন এবং সেটা জমা দিন পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অফিস, বা রেশন অফিস কিংবা রেশন দোকানে।
4. আপনাকে এর জন্য হয়তো আপনার আঙুলের ছাপ দিতে বলা হবে যাতে আপনি যে তথ্য দিচ্ছেন আধারের সেটা যাচাই করা যায়।
5. আপনার কাছে মেসেজে নোটিফিকেশন যাবে যখন আপনার জমা দেওয়া এই নথি সঠিক জায়গায় লিংকের জন্য পৌঁছবে।
6. এরপর সরকারি কর্মীরা কাজ সারলে আপনি ফের নোটিফিকেশন পাবেন এই মর্মে যে আপনার আধার এবং রেশন কার্ড লিংক হয়ে গিয়েছে।
1. রেশন কার্ডের আসল জেরক্স।
2. আপনার পরিবারের সবার Aadhaar কার্ডের জেরক্স।
3. বাড়ির প্রধানের দুটি পাসপোর্ট সাইজের ছবি।
4. ব্যাংকের পাসবইয়ের একটি ছবি।
5. বাড়ির প্রধানের আধার কার্ডের জেরক্স।