যদি আপনার ল্যাপটপ হারিয়ে যায় তবে আপনি সহজেই তা খুঁজে নিতে পারবেন, এর জন্য মাইক্রোসফট ইউন্ডোজ এর ফাইন্ড মাই লোকেশান ফিচার আপনার সাহায্য করবে। আপনি যদি এই ফাইন্ড মাই লোকেশান দিয়ে যদি আপ্ন্র ল্যাপটপ কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তবে তা সহজেই খুজে পাবেন।
তবে এই ফিচারটি শুধু ইউন্ডোজ ডিভাইস ট্র্যাকিঙ্গের জন্যই। এটি দিয়ে পিসি ল্ক হবে না। আপনি এটি দিয়ে নিজের ল্যাপটপের লোকেশান জানতে পারবনে। মাইক্রোসফট খুব তাড়াতাড়ি এতে আরও কিছু ফিচার্স দেবে।
আপনার ল্যাপটপের লোকেশান চেক করার জন্য আপনার কাছে ইন্টারনেট কানেকশান থাকা দরকার। এই ফিচারটি ব্যবহার করতে চাইলে আপনার কাছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, জিপিএস চিপ, সেলুলার কানেকশান বা লোকেশান ট্রেস করার জন্য কোন একটি বিকল্প থাকা দরকার।
আপনি এই সব কিছু আপনার পুড়নো ল্যাপটপে পাবেননা। কিন্তু এই ফিচারটি আপনি আপাতত ট্যাবলেটে না হাইব্রিড ডিভাইসে পাবেন। আপনি এই ফিচারটি পেতে চাইলে এই স্টেপ গুলি ফলো করুন।