প্যান কার্ড হারিয়ে গিয়েছে? খুব সহজেই তৈরি করা যাবে ডুপ্লিকেট কার্ড

Updated on 06-Jan-2022
HIGHLIGHTS

ভারতে একটির বেশি PAN কার্ড রাখা বেআইনি

ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় সবথেকে জরুরি নথি PAN কার্ড

সবার আগে নতুন কার্ডের জন্য FIR ফাইল করতে হবে

প্যান কার্ড অর্থাৎ পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর বর্তমান সময়ে প্রতিটি চাকরি পেশা এবং ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুল-কলেজে ভর্তি পর্যন্ত সব জায়গায় এটি ব্যবহার করা হয়। এমন সময়, আপনার প্যান কার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় মানুষ তাদের প্যান কার্ড হারিয়ে ফেলে, যার পরে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও, যদি আপনার প্যান কার্ডটি কোনও ভুল ব্যক্তির হাতে থাকে তবে সে এটির ভুল সুবিধা নিতে পারে।

এমন সময়, প্যান কার্ড হারানোর পরে অনেকেই খুব বিরক্ত হন। কিন্তু এখন আপনাকে আপনার হারিয়ে যাওয়া প্যান কার্ড নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আজ আমরা আপনাকে এমন একটি সহজ উপায় বলতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি নিজেই একটি ডুপ্লিকেট প্যান কার্ড প্রিন্ট করতে পারবেন। তবে চলুন জেনে নেই সে সম্পর্কে..

ডুপ্লিকেট PAN কার্ডের আবেদন জানানোর পদ্ধতি-

  1. প্রথমেই https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html -এ ক্লিক করে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে।
  2. এবার ‘Changes or correction in existing PAN data/ Reprint of PAN card’ অপশন সিলেক্ট করুন।
  3. এরপর সব ডিটেইলস লিখে Submit বাটনে ক্লিক করুন।
  4. এবার আপনার ইমেলে একটি টোকেন নম্বর পাঠানো হবে। এই নম্বর সেভ করে রাখুন।
  5. এবার 'Continue with PAN Application Form’ অপশনে ক্লিক করুন
  6. এরপর ‘Personal Details’-এ ক্লিক করুন।
  7. এবার আপনি সব ডিটেইলস PAN সার্ভিসের ঠিকানায় পাঠাতে পারেন অথবা e-KYC এর জন্য ই-সাইন করতে পারেন।
  8. চুরি হওয়া PAN কার্ডের FIR কপি অ্যাটাচ করুন।
  9. নেক্সট মেনুতে কার্ড রিসিভের অপশনটি সিলেক্ট করুন। ফিজিকাল PAN কার্ডের প্রয়োজন হলে ‘YES’ সিলেক্ট করুন। এর পরে আপনার রেজিস্টার্ড ইমেলে e-PAN ও আপনার অ্যাড্রেসে PAN কার্ড পাঠিয়ে দেওয়া হবে
  10. ‘Contact details’ ও ‘Document details’ ফিল আপ করে Submit করুন।
  11. এবার Paayment page-এ পেমেন্ট সম্পূর্ণ করুন। এর পরে আপনার কাছে একটি অ্যাকনলেজমেন্ট পাঠানো হবে।
  12. আবেদনের 14 দিনের মধ্যে আপনার PAN কার্ড আপনি পেয়ে যাবেন।
  13. আপনি চাইলে অ্যাকনলেজমেন্ট নম্বরের মাধ্যমে স্ট্যাটাস ট্র্যাকও করতে পারবেন।
Connect On :