এভাবে নিজের ট্রেন টিকিটের PNR স্ট্যাটাস জানতে পারবেন

Updated on 17-Aug-2018
HIGHLIGHTS

প্যাসেঞ্জার নেম রেকর্ড (PNR) য়ের মাধ্যমে আপনারা আপান্দের টিকিট RAC তে আছে না ওয়েটিং লিস্টে না কনফার্ম হয়েছে তা জানতে পারবেন

অনেক সময়ে এরকম হয়ে থাকে যে আমারা ট্রেনের টিকিট বুক করার পরে ট্রেনের টিকিটের স্ট্যাটাসের বিষয়ে জানতে চাই তখন, বেশ সমস্যায় পড়তে হয়। তবে এরকম হওয়ার কথা নয় কারন, ইন্ডিয়ান রেল ওয়ের ওয়েবসাইটে গিয়ে কলের মাধ্যেম আমরা আমাদের PNR স্ট্যাটাস নম্বরের মাধ্যমে PNR স্ট্যাটাস জানতে পারব।

প্যাসেঞ্জার নেম কোড (PNR) য়ের মাধ্যেম আমরা জানতে পারেই যে আমাদের টিকিট এখন RAC  তে আছে না ওয়েটিং লিস্টে না টকিট কনফার্ম হয়েছে। আর এর জন্য আপনাদের http://www.indianrail.gov.in/enquiry/PNR/PnrEnquiry.jsp তে গিয়ে নিজের PNR স্ট্যাটাস চেক করতে পারবেন।

এই ওয়েব অ্যাড্রেসে জাওয়ার পরে আপনাকে আপনার PNR নম্বর দিতে হবে। PNR নম্বর সাবমিট করার পরে আপনারা আপনাদের টিকিট ওয়েটিং লিস্টে আছে না RAC না কনফার্ম তা জানতে পারবেন।

আর SMS য়ের মাধ্যমে আপনারা নিজেদের PNR স্ট্যাতাস চেক করতে পারবেন। আর জন্য আপনাদের 10 ডিজিটের PNR নম্বর 139 য়ে পাঠিয়ে দিন আর আপনার PNR স্ট্যাটাস জানুন।

Connect On :