HIGHLIGHTS
আমরা আজকের এই আর্টিকেলে অনলাইন UIDAI সাইটের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা বদলানোর উপায় বলব
যদি আপনারা আধার কার্ডে আপনারা ঠিকানা ভুল আসে বা কোন কারনে আপনার ঠিকানা চেঞ্জ হয়েছে আর আপনি সেই ঠিকানা বদলাতে চান তবে, আজকে আমরা এখানে অনলাইনে UIDAI সাইটের মাধ্যমে আধার কার্ডের ঠিকানা বদলানোর সঠিক উপায় আপনাদের জানাবো। আধার কার্ড এই সময়ে একটি অত্যন্ত দরকারি আইডি প্রুফ আর তাই সেখানে আপনারা সঠিক ঠিকানাই থাক দরকার। আসুন তবে দেখা যাক যে কি করে আধার কার্ডের ঠিকানা বদলানো যাবে।
- UIDAI য়ের ওয়েবসাইটে জান আর অ্যাড্রেস আপডেট রিকুয়েস্ট (অনলাইন) য়ের ওপর ক্লিক করুন।
- নতুন পেজ খোলার পরে নিচের দিকে প্রেসড বটনে ট্যাপ করুন।
- এখানে নিজের আধার নম্বর দিন আর এর পরে OTP এলে তা সেখানে দিন( যে নম্বর আপনারা আধার কার্ডের সঙ্গে দেওয়া আছে সেখানেই আপনি OTP পাবেন)।
- আর এর পরে আপনাকে আপনার আধার কার্ডের ঠিকানা পিন কোডের আমধ্যেম চেঞ্জ করতে হবে বা ঠিকানার মাধ্যমে।
- আর পরের পেজে দরকারি তথ্য ফিলআপ করুন আর সাবমিট বটনে ক্লিক করুন।
- আর এবার আধার কার্ডে ঠিকানা বদলানোর জন্য আপনি আপনার সঠিক অ্যাড্রেস প্রুফ দিন। আর এর জন্য আপনি আপনারা পাসপোর্ট, ইন্সোরেন্স পলিসি, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, টেলিফোন বিল (ল্যান্ড লাইন), প্রপার্টি ট্যাক্স রিসিপট, ইত্যাদি অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারেন।
- আর সবার শেষে আপনাকে BPO সার্ভিস প্রোভাইডার বাছতে হবে। সার্ভি প্রোভাইডার বাছার জন্য সার্ভিস প্রোভাইডারের নামের পরে থাকা রেডিও বটনে ক্লিক করতে হবে আর সাবমিট বটনে ক্লিক করতে হবে।