কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, Mansukh Mandaviya জানিয়েছেন, 12 থেকে 14 বছর বয়সীদের Covid Vaccination শুরু হল আজ, 16 মার্চ 2022 থেকে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরিদের Corbevax ভ্যাকসিন দেওয়া হবে। Corbevax ভ্যাকসিনটি হায়দ্রাবাদের কোম্পানি Biological E Limited এর তৈরী।
Mansukh Mandaviya এবিষয়ে Tweet করে বিস্তারিত জানিয়েছেন। তিনি টুইট করেছেন, "শিশুরা সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে। খুব আনন্দের সাথে জানাচ্ছি যে মার্চের 16 তারিখ থেকে, 12 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। এর পাশাপাশি 60 বছরের অধিক বয়সের সকল নাগরিকদের precautionary dose দেওয়া হবে।"
সরকারের পেশ করা অফিসিয়াল ডেটা অনুযায়ী 7.11 কোটি শিশুদের ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে। Biological E Ltd. ইতিমধ্যেই 5 কোটিরও বেশি Corbevax ভ্যাকসিন বানিয়েছে। এবং ভ্যাকসিনগুলি বিভিন্ন রাজ্যে পৌছে দেওয়াও হয়েছে।
সরকারের তরফে সাফ জানানো হয়েছে যে, কোনো শিশুর বয়স যদি 12 বছরের কম হয় তাহলে তাকে ভ্যাকসিন দেওয়া হবে না। তাই 12-14 বছর বয়সী বাচ্চাদেরই শুধু রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে৷ 12 বছরের কম বয়সী রেজিষ্ট্রেশন বাতিল করা হবে।
এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে Covid ভ্যাকসিনের জন্য সমস্ত রেজিষ্ট্রেশন হয়েছিল CoWIN পোর্টালে। 12-14 বছর বয়সী শিশুদের টিকাকরণও এই পোর্টালেই করতে হবে। জেনে নিন কোভিড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া-
এই সহজ পদ্ধতি গুলি পর পর করলেই কনফার্ম হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন।
ভ্যাকসিন নিতে যাওয়ার সময়, যে ভ্যাকসিন নেবে তার যেকোনো সরকারি ডকুমেন্টস থাকলেই হবে। এর সাথে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটিও প্রিন্ট করিয়ে নিয়ে যেতে পারেন। এই স্লিপ প্রয়োজনে কাজে লাগতে পারে।