Covid vaccine: 12 থেকে 14 বছর বয়সীদের কোভিড ভ্যাকসিনের জন্য চলছে রেজিষ্ট্রেশন, জানুন পদ্ধতি

Covid vaccine: 12 থেকে 14 বছর বয়সীদের কোভিড ভ্যাকসিনের জন্য চলছে রেজিষ্ট্রেশন, জানুন পদ্ধতি
HIGHLIGHTS

12 থেকে 14 বছর বয়সীদের Covid Vaccination শুরু হল আজ, 16 মার্চ 2022 থেকে

12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরিদের Corbevax ভ্যাকসিন দেওয়া হবে

60 বছরের অধিক বয়সের সকল নাগরিকদের precautionary dose দেওয়া হবে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী, Mansukh Mandaviya জানিয়েছেন, 12 থেকে 14 বছর বয়সীদের Covid Vaccination শুরু হল আজ, 16 মার্চ 2022 থেকে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরিদের Corbevax ভ্যাকসিন দেওয়া হবে। Corbevax ভ্যাকসিনটি হায়দ্রাবাদের কোম্পানি Biological E Limited এর তৈরী।

Mansukh Mandaviya এবিষয়ে Tweet করে বিস্তারিত জানিয়েছেন। তিনি টুইট করেছেন, "শিশুরা সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে। খুব আনন্দের সাথে জানাচ্ছি যে মার্চের 16 তারিখ থেকে, 12 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। এর পাশাপাশি 60 বছরের অধিক বয়সের সকল নাগরিকদের precautionary dose দেওয়া হবে।"

সরকারের পেশ করা অফিসিয়াল ডেটা অনুযায়ী 7.11 কোটি শিশুদের ফ্রি ভ্যাকসিন দেওয়া হবে। Biological E Ltd. ইতিমধ্যেই 5 কোটিরও বেশি Corbevax ভ্যাকসিন বানিয়েছে। এবং ভ্যাকসিনগুলি বিভিন্ন রাজ্যে পৌছে দেওয়াও হয়েছে।

সরকারের তরফে সাফ জানানো হয়েছে যে, কোনো শিশুর বয়স যদি 12 বছরের কম হয় তাহলে তাকে ভ্যাকসিন দেওয়া হবে না। তাই 12-14 বছর বয়সী বাচ্চাদেরই শুধু রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে৷ 12 বছরের কম বয়সী রেজিষ্ট্রেশন বাতিল করা হবে।

Covid ভ্যাকসিন রেজিস্ট্রেশন

এর আগে কেন্দ্রীয় সরকারের তরফে Covid ভ্যাকসিনের জন্য সমস্ত রেজিষ্ট্রেশন হয়েছিল CoWIN পোর্টালে। 12-14 বছর বয়সী শিশুদের টিকাকরণও এই পোর্টালেই করতে হবে। জেনে নিন কোভিড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া-

  • প্রথমেই CoWIN পোর্টাল ওপেন করে নিন অথবা মোবাইলে CoWIN অ্যাপ ইন্সটল করে ওপেন করুন। 
  • এরপর Register/Sign in অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার ভ্যালিড মোবাইল নম্বর দিন।
  • এরপর Get OTP অপশনে ক্লিক করুন।
  • মোবাইল নম্বরে OTP ঢুকলে সেটি সাইট/অ্যাপে দিয়ে verify করুন।
  • এরপর সেখান থেকে সরাসরি Register for Vaccination পেজে redirect হবেন।
  • সেখানে যার জন্য ভ্যাকসিন নেবেন তার প্রয়োজনীয় ইনফরমেশন দিন।
  • এরপর Register অপশনে ক্লিক করুন। 

 

এই সহজ পদ্ধতি গুলি পর পর করলেই কনফার্ম হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন।

Covid ভ্যাকসিন নেওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

ভ্যাকসিন নিতে যাওয়ার সময়, যে ভ্যাকসিন নেবে তার যেকোনো সরকারি ডকুমেন্টস থাকলেই হবে। এর সাথে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটিও প্রিন্ট করিয়ে নিয়ে যেতে পারেন। এই স্লিপ প্রয়োজনে কাজে লাগতে পারে।

Digit.in
Logo
Digit.in
Logo