গত বছরের 25শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষনা করেছিলেন যে শীঘ্রই 12 থেকে 18 বছর বয়সীদের কোভিড ভ্যাক্সিন দেওয়া শুরু হবে এবং প্রথম সারীর করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কথা মতো বছরের প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে কিশোর-কিশোরীদের ভ্যাক্সিনেশনের রেজিস্ট্রেশন। 15 থেকে 18 বছর বয়সীরা CoWin অ্যাপে/সাইটে নিজেদের আইডি-প্রুফ দিয়ে রেজিস্টার করতে পারবে ভ্যাক্সিনের জন্য। ভ্যাক্সিনেশন শুরু আজ, 3 তারিখ থেকে। যদিও, কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে কিশোর-কিশোরীদের জন্য শুধুমাত্র Covaxin ব্যবহার করা হবে। 1লা জানুয়ারি 12 am থেকে শুরু হয়েছে বুকিং। আপনি কি এখনো বুকিং করতে পারেননি? তাহলে, জেনে নিন কীভাবে খুব সহজ পদ্ধতিতে করতে পারবেন ভ্যাক্সিনের জন্য বুকিং-
কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে যে, এই ভ্যাক্সিন শুধুমাত্র তারাই পাবে যারা, 2007 সালে বা তার আগে জন্মেছেন এবং 1লা জানুয়ারি 2022-এ বয়স হবে 15 থেকে 18 এর মধ্যে। ভ্যাক্সিন হিসাবে শুধুমাত্র Covaxin-ই দেওয়া হবে। অন্য কিছু পছন্দ করা যাবেনা।
15 থেকে 18 বছর বয়সীদের যেকোনো সরকারি পরিচয়পত্র থাকলেই হবে। তবে কোনো কারণে যদি কেউ সরকারি পরিচয় পত্র না দিতে পারে তাহলে, তারা স্কুলের পরিচয়পত্র দিয়েও রেজিষ্ট্রেশন করতে পারবে। এবং যে পরিচয়পত্র দিয়ে রেজিষ্ট্রেশন করা হবে সেটি নিয়েই যেতে হবে ভ্যাক্সিন সেন্টার-এ।
অত্যন্ত সহজ পদ্ধতিতে করা যাবে স্লট বুকিং। এর জন্য কিশোর-কিশোরীর নিজেদের ফোন নম্বর অথবা নিজেদের পরিবারের কোনো সদস্যের অ্যাকাউন্টের মাধ্যমেও রেজিষ্ট্রেশন সম্ভব। তার জন্য এই স্টেপগুলি দেখে নিন-