IRCTC র বুকিং ক্যান্সেলের রিফান্ড কি করে দেখবেন

IRCTC র বুকিং ক্যান্সেলের রিফান্ড কি করে দেখবেন
HIGHLIGHTS

IRCTC সাইট থেকে তা জানা যায়

নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে হয়

আমরা এখন ট্রেনে কোথাউ জাই তক্ষণ আমরা অনলাইন বা IRCTC অ্যাপ থেকে টিকিট বুক করি। আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা যে কোন সময়ে সারা ভারতের যে কোন জায়গায় যাওয়ার জন্য যে কোন ট্রেনের টিকিট কাটতে পারেন। একথা আমরা সবাই জানি,। এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট বুক করার সংখ্যা খুব কম, আমরা এও জানি যে IRCTC র মাধ্যমে আমরা আমদাএর পছন্দের ট্রেনের টিকিট আর পছন্দের সিট বুক করতে পারি।

আমরা এর আগে আপনাদের IRCTC থেকে কি করে টিকিট বুক করা যায় সেই বিষয়ে জানিয়েছিলাম। আর আজকে আমরা এখানে আপনাদের IRCTC বিষয়ে অন্য কিছু জানাব। আর আমরা আপনাদের এর এর সঙ্গে বলে রাখি যে আপনারা যেমন IRCTC র মাধ্যমে ট্রেনের টিকিট বুক করতে পারেম তেমনি আপনারা এর মাধ্যমে ট্রেনের টিকিট ক্যান্সেলও করতে পারেন।

আর টিকিট ক্যান্সেলের ক্ষেত্রে বড় বিষয় অবশ্যই রিফান্ড। আর এখাএন আজকে আমরা আপনাদের জানাব যে কি করে আপনারা IRCTC থেকে ট্রেনের টিকিট রিফান্ড চেঞ্জ করতে পারবেন।

এভাবে IRCTC র রিফান্ড স্ট্যাট্যাস জানুন

  • সবার আগে IRCTC র ওয়েবসাইটে যান
  • এখানে একদম ওপরে মেনু তে গিয়ে মাই অ্যাকাউন্টে যান
  • এখানে রিফান্ড হিস্ট্রি অপশানে ক্লিক করুন
  • আর এখানে রিফান্ড স্ট্যাটাস চেক করা যাবে

আপনাদের এর সঙ্গে এও বলে রাখি যে এক দিন আগে তৎকাল টিকিট ব্যুক করা যায় AC কোচের আনলাইন টিকিট সকাল 10 টা থেকে অন হয় আর নন AC র জন্য তা সকাল 11 টায় শুরু হয়।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo