ATM Cardless: এটিএম থেকে ক্যাশ তুলতে গেছেন, অথচ কার্ড আনতেই ভুলে গেছেন। এদিকে টাকার খুব প্রয়োজন। তবে খুব বেশি ভাবতে হবে না। আজকাল এমন কোনও কাজ নেই যা স্মার্টফোন থেকে করা যায় না। আপনি স্মার্টফোন থেকে সহজেই টাকা তুলতে পাবেন। আপনি এখন ভাবছেন হবে যে এটা কিভাবে সম্ভব! আসুন জেনে নেওয়া যাক সমস্ত ডিটেল।
আপনি অবশ্যই ATM Cardless সম্পর্কে শুনেছেন, তবে আজ এই খবরে আমার জানাবো যে কিভাবে আপনি এটি ব্যবহার করবেন। আপনি স্মার্টফোন থেকে QR Code স্ক্যান করে সহজেই টাকা তুলতে পারবেন। তবে এর জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Update Your Aadhaar: 14 ডিসেম্বরের আগে করে নিন আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজ! লাগবে না কোনো খরচ
সবার প্রথম ATM -এ গিয়ে আপনাকে UPI কার্ডলেস ক্যাশ/কিউআর ক্যাশ অপশনে ক্লিক করতে হবে।
এবার আপনি কত টাকা তুলতে চান, সেই নম্বরটি লিখতে হবে।
নম্বর দেওয়ার পর আপনার সামনে QR Code আসবে। ফোনে থাকা যেকোনো App (Paytm, PhonePe, GooglePay) ব্যবহার করে আপনি কিউআর কোড স্ক্যান করে নিন।
কিউআর কোড স্ক্যান করে, এবার UPI পিন ভরুন। পেমেন্ট করার পরে, আপনি টাকা পেয়ে যাবেন।
বলে দি যে UPI থেকে এই প্রসেস করে আপনি মাত্র 10 হাজার টাকা তুলতে পারেন। এরচেয়ে বেশি টাকা তোলার জন্য আপনাকে ATM কার্ড এর প্রয়োজন হবে।
আরও পড়ুন: আপকামিং Realme 12 সিরিজের ক্যামেরা এবং চিপসেট ফাঁস, পেরিস্কোপ লেন্স সহ হবে প্রথম ফোন