অ্যান্ড্রয়েড ফোন স্লো চলছে বা স্টোরেজ নিয়ে সমস্যা? কীভাবে মেমরি খালি করবেন

Updated on 08-Oct-2021
HIGHLIGHTS

কীভাবে আপনি ক্রোমের (Chrome) মাধ্যমে কোনো ব্রাউজিং ক্যাচ মেমোরি ক্লিয়ার করবেন

ফোনে ক্যাচ (Cache) মেমোরির স্টোরেজ বেশি হয়ে গেলে মোবাইল ল্যাগ করতে পারে

অ্যান্ড্রয়েড ইউজারেরই ক্রোমে (Chrome) সমস্ত ক্যাচ ডেটা স্টোর হয়

আমরা যারা দীর্ঘদিন ধরে কোনো স্মার্টফোন ব্যবহার করি, তারা অনেকসময়ই লক্ষ্য করি যে ডিভাইস স্লো হয়ে যাচ্ছে কিংবা ল্যাগ খাচ্ছে। কখনও কখনও ডিভাইসের স্টোরেজ সংক্রান্ত সমস্যাও দেখা দেয়। মোবাইলের এই সমস্যার অনেক কারণ থাকলেও, কখনো কখনো ক্যাচ মেমোরির স্টোরেজ বেশি হয়ে গেলে মোবাইল ল্যাগ করতে পারে। মূলত ক্যাচ মেমোরি হল একপ্রকারের রিজার্ভ স্টোরেজ লোকেশন যেখানে কোনো ডেটা প্রাথমিকভাবে স্টোর হয়। যা বিভিন্ন ওয়েবসাইট, ব্রাউজার এবং অ্যাপকে দ্রুত লোড হতে সাহায্য করে। অনেকসময়েই ক্যাচ ডেটাগুলি বিভিন্ন পাসওয়ার্ড বা নামকে স্টোর করে রাখে যার ফলে প্রয়োজনীয় জায়গায় দ্রুত ইনপুট করা যায়। 

বেশিরভাগ অ্যান্ড্রয়েড ইউজারেরই ক্রোমে (Chrome) সমস্ত ক্যাচ ডেটা স্টোর হয়। তাই সেখান থেকেই ক্যাচ (Cache) ডেটা ক্লিয়ার করা সম্ভব। আবার বেশ কিছু ক্ষেত্রে ক্যাচ ডেটা ক্লিয়ার করার ক্ষেত্রে কিছু অলটারনেটিভ সেটিংস অপশনও দেখা যায়। আসুন দেখে নেওয়া যাক…

কীভাবে আপনি ক্রোমের (Chrome) মাধ্যমে কোনো ব্রাউজিং ক্যাচ মেমোরি ক্লিয়ার করবেন- 

  • প্রথমে আপনাকে নিজের অ্যান্ড্রয়েড ফোনে  Chrome ওপেন করতে হবে।
  • এরপর ব্রাউজারের ডানদিকের ওপরের কোণায় যে তিনটি ডট রয়েছে, সেখানে ক্লিক করে মেনু ওপেন করতে হবে।
  • মেনুতে আসা  ‘Settings’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর ‘Privacy and Security’ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর ‘Clear browsing data’ অপশনে ট্যাপ করতে হবে।
  • এখানে ক্লিক করার পর একটি টাইম রেঞ্জ জানতে চাওয়া হবে।
  • এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি শুধুমাত্র ক্যাচ ক্লিয়ার করতে চান, তবে ‘Browsing history’ এবং ‘Cookies and site data’ অপশনকে আন-সিলেক্ট করে নেবেন।
  • এরপর ‘Clear data’ অপশনটি সিলেক্ট করতে হবে।

ব্রাউজিং ডেটার ক্যাচ(Cache) কিভাবে ক্লিয়ার করবেন, তা তো হল। এবার যদি জানতে চান কিভাবে স্টোরেজ ও স্পিড বাড়াতে অ্যাপের ক্যাচ মেমোরি ক্লিয়ার করবেন, তা সম্পর্কেও রইলো বিস্তারিত-

  • প্রথমে ‘Settings’ ওপেন করুন।
  • এরপর ‘Storage’ অপশনে ক্লিক করুন।
  • এরপর ‘Other apps’ অপশনে ট্যাপ (Tap) করুন।
  • এরফলে একটা লিস্ট সামনে আসবে যেখানে দেখা যাবে প্রতিটি অ্যাপ কতটা পরিমাণ স্টোরেজ ব্যবহার করে।
  • এরপর আপনি যে অ্যাপটির স্টোরেজ ক্লিয়ার করতে চাইছেন, সেটি সিলেক্ট করুন।
  • এরপর ‘Clear cache’ অপশনে ক্লিক করুন।
  • আপনি যদি নিজের স্মার্টফোনে আরও স্পেস চান, তবে ‘Clear Storage’ অপশনে ক্লিক করুন। যার ফলে সমস্ত ডেটা ডিলিট হয়ে গেলেও মোবাইল থেকে নির্দিষ্ট অ্যাপ মুছে যাবে না। ইউজারেরা স্মার্টফোনের স্পিড বাড়াতে
  • অপ্রয়োজনীয় ফটো ও অ্যাপগুলিকেও ডিলিট করে দিতে পারেন।
Connect On :