ভারতীয় নাগরিকদের (Citizens of India) অন্যতম জরুরি আইডেন্টিটি প্রুফ (Identity Proof) হল এই আধার কার্ড (Aadhaar Card)। Unique Identification Authority of India ভারতীয় সরকারের তরফে প্রতিটি নাগরিককে এই 12 ডিজিটের সংখ্যা দেওয়া হয়। এই কার্ডে থাকে কার্ডের অধিকারীদের ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক ডেটা থাকে যা বিভিন্ন সরকারি সুবিধা, স্কুল, কলেজের ফর্ম ফিলআপ করা থেকে নানান অফিসিয়াল কাজ কর্মে লেগে থাকে।
যদিও এই 12 ডিজিটের ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার একই থাকে তবে মাঝে মধ্যে এই কার্ডে কিছু পরিবর্তন আনা জরুরি। এই যেমন ঠিকানা, ফোন নম্বর, ছবি, ইত্যাদি আপডেট করতে হয়। তাই আপনি যদি আপনার আধার কার্ডের কোনও তথ্য চেঞ্জ করতে চান, তাহলে UIDAI সেই সুযোগ আপনাকে দিচ্ছে। UIDAI এর অফিসিয়াল সাইটে গিয়ে যে তথ্য বদলানো প্রয়োজন সেটা বদলে নিতে পারেন।
কোনও ভারতীয় নাগরিক যদি তাঁর আধার কার্ডের ছবিটি বদলাতে চান তাহলে তিনি Aadhaar Enrolment Centre কিংবা Aadhaar Seva Kendra তে যেতে পারেন। তবে এখানে না গিয়েও বদল করা সম্ভব। অনলাইনেই তথ্য বদল করা সম্ভব।
আপনি এরপর চাইলে UIDAI এর অফিসিয়াল সাইটে গিয়ে এই URN নাম্বারের সাহায্যে আপনার আধার কার্ডের আপডেট কতদূর হল সেই বিষয়ে তথ্য পেয়ে যাবেন। মনে রাখবেন এই কাজটি হতে 90 দিন অবধি সময় লাগতে পারে। কাজটি হয়ে গেলে আপনি Aadhaar Enrolment Centre গিয়ে এটার প্রিন্ট নিতে পারেন অথবা UIDAI এর অফিসিয়াল সাইট থেকে E-Aadhaar ডাউনলোড করে নিতে পারেন।