UIDAI বা Unique Identification Authority of India -এর তরফে বারংবার ভারতীয় নাগরিকদের বলা হয়ে থাকে তাঁরা যেন নির্দিষ্ট সময় অন্তর তাঁদের সমস্ত তথ্য আধারে আপডেট করাতে থাকেন নির্বিঘ্নে সমস্ত পরিষেবা পাওয়ার জন্য। বিশেষ করে Aadhaar কার্ডের বায়োমেট্রিক তথ্য আপডেট করানো উচিত। শিশু যাদের 5 থেকে 15 বছরের মধ্যে বয়স ছিল নাম নথিভুক্ত করানোর সময় তারা যেন অবশ্যই ছবি আপডেট করায় সেই বিষয়ে নজর দিতে বলা হয়েছে।
এছাড়া UIDAI -এর গাইডলাইন অনুযায়ী আধারে ছবি এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপডেট করানো প্রয়োজন। কোন কোন ক্ষেত্রে এটা জরুরি দেখুন:
1. Aadhaar কার্ডে নাম নথিভুক্ত করানোর সময় যদি কোনও শিশুর বয়স 5 বছরের কম হয় তাহলে 5 বছর পেরনোর পর বায়োমেট্রিক আপডেট করাতে হবে।
2. নাম নথিভুক্ত করানোর সময় যদি 5 থেকে 15 বছরের মধ্যে বয়স থেকে থাকে তাহলে তাদেরও 15 বছর হয়ে গেলে বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে।
3. আর যাঁদের বয়স 15 -এর বেশি তাঁদের প্রতি 10 বছর অন্তর বায়োমেট্রিক তথ্য আপডেট করানোর কথা বলা হয়েছে।
4. এমনকি কোনও নাগরিকের যদি অ্যাকসিডেন্ট বা কোনও এমন রোগ হয় যাতে তাঁর বায়োমেট্রিক পাল্টে যায় তাহলেও বায়োমেট্রিক তথ্য আপডেট করানো উচিত।
Aadhaar এখন অধিকাংশ জায়গায় ব্যবহৃত হচ্ছে তাই এখানে নির্ভুল তথ্য থাকা বাঞ্ছনীয়। UIDAI এর তরফেও জানানো হবে যাঁদের বায়োমেট্রিক আপডেট করানো উচিত।
তাই আপনি যদি আপনার Aadhaar কার্ডের তথ্য বিশেষ করে ছবি যা বহুদিন আগে তোলা হয়েছিল সেটাকে বদলাতে চান তাহলে দেখুন কী কী করণীয়। এই বিষয়ে বলে দেওয়া ভাল অনলাইনে কেবল অ্যাড্রেস আপডেট করা যায়, এছাড়া নাম থেকে জন্মদিন, ছবি, ইত্যাদি বদলাতে চাইলে আপনাকে Aadhaar Enrolment Centre এ যেতে হবে।
1. Aadhaar Enrolment বা correction বা Update ফর্ম ডাউনলোড করুন UIDAI এর ওয়েবসাইট থেকে। অর্থাৎ uidai.gov.in/ থেকে।
2. এবার এই ফর্মটা নির্ভুল ভাবে ভরুন।
3. এবার আপনার নিকট Aadhaar Enrolment Centre বা Aadhaar Seva Kendra তে যান।
4. ওখানকার কর্মীর কাছে এটা জমা দিন। সঙ্গে দিন নিজের সমস্ত বায়োমেট্রিক তথ্য যা আপডেট করবেন।
5. এবার ওখানেই আপনার একটা ছবি তোলা হবে।
6. এবার আবার আপনার বায়োমেট্রিক দিতে হবে ভেরিফিকেশনের জন্য।
7. এবার 100 টাকা জমা দিতে হবে ফিজ হিসেবে।
8. গোটা প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনাকে একটা Acknowledgement স্লিপ দেওয়া হবে সেখানে দেখবেন আপডেট রিকোয়েস্ট নম্বর থাকবে।
9. এবার এটার সাহায্যে আপনি আপনার Aadhaar আপডেটের বর্তমান অবস্থা কী সেটা UIDAI ওয়েবসাইটে দেখতে পাবেন।
1. UIDAI ওয়েবসাইটে যান বা eaadhaar.uidai.gov.in/ -এ যান।
2. এবার My Aadhaar বিভাগে যান। এবং ডাউনলোড Aadhaar অপশনে ক্লিক করুন।
3. এবার আপনার Aadhaar নম্বর সহ Enrolment আইডি বা ভার্চুয়াল আইডি দিয়ে দিন।
4. এবার ক্যাপচা ভরে সেন্ড OTP অপশনে ক্লিক করুন।
5. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP এলে সেটা দিয়ে দিন। আপনি যদি masked Aadhaar চান তাহলে বক্সে টিক দিন।
6. এবার ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার Aadhaar কার্ডের PDF ডাউনলোড করে নিন।
এই বিষয়ে বলে রাখা ভাল আপনি নরমাল বা masked যে কোনও Aadhaar ডাউনলোড করতে পারেন। কিন্তু আধার আপডেট করার পর সেটাও mAadhaar এবং DigiLocker অ্যাপে আপডেট করাতে হবে। তাই masked Aadhaar এক্ষেত্রে বাছতে পারেন।